নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরাত জাহান স্বপ্নার শটে বল জালে জড়াতেই ডাগআউটে হেলেদুলে নাচতে দেখা গেল গোলাম রব্বানী ছোটনকে। শিষ্যদের মন ভরানো ফুটবল নতুন করে হাসতে শেখাচ্ছে সদা গম্ভীর রূপে থাকা বাংলাদেশের নারী ফুটবল দলের কোচকে।
অবশ্য ছোটনের নাচারই তো কথা! এবারের সাফে বাংলাদেশের নারী দল একেকটা ম্যাচে যা করে দেখাচ্ছে, তাতে ডাগআউটে স্বয়ং রামগরুড়ের ছানাও থাকলে হয়তো নিষেধ ভুলে লাফিয়ে উঠত গোলের আনন্দে। ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে সেমিফাইনালে এসে ভুটানকে পাত্তাও দেননি সাবিনা খাতুনরা। ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় বড় জয়। এর আগে ২০১০ সালে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনা। আজ করেছেন এবারের টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক। দুই অর্ধেই বাংলাদেশ গোল করেছে চারটি করে। একটি করে গোল স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের।
আগামী সোমবার হবে টুর্নামেন্টের ফাইনাল। সাবিনা খাতুনদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক নেপাল অথবা ভারত।
ম্যাচের ফলই বলছে, রীতিমতো একপেশে ম্যাচ। অথচ ‘ম্যাচ সহজ হবে না’, বলে সেমিফাইনালের আগে কঠিন পরীক্ষার হুমকি দিয়ে রেখেছিলেন ভুটানি অধিনায়ক পেমা শেরিং। বল মাঠে গড়াতে দশরথের বৃষ্টিভেজা কাদামাখা মাঠে হুমকি ভুলে গড়াগড়ি খেতে দেখা গেল ভুটানের মেয়েদের। আর কাদা মাঠে ভুটানের বিপক্ষে চলল বাংলাদেশের গোল উৎসব।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টায় বাংলাদেশ সাফল্য পায় ২ মিনিট হওয়ার আগেই। মণিকা চাকমার থ্রো বল ধরে ভুটানি গোলরক্ষক সংগীতা মঙ্গারকে বোকা বানিয়ে দলকে সাফল্য এনে দেন স্বপ্না।
এই গোলের পর অবশ্য বেশিক্ষণ মাঠে থাকা হয়নি স্বপ্নার। পায়ের চোটে চোখের পানিতে ১৫ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। বদলি হিসেবে মাঠে নামানো হয় ঋতুপর্ণা চাকমাকে।
স্বপ্না না থাকলেও গোল করা থামেনি বাংলাদেশের। গোল করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। ১৮ মিনিটে সহ-অধিনায়ক মারিয়া মান্দার পাস ধরে ভুটানি গোলরক্ষককে হার মানান সাবিনা। ডান প্রান্ত ধরে দুরূহ কোণ ধরে ৩০ মিনিটে মনিকার ক্রসে কৃষ্ণা রানী লাফিয়ে বল জালে জড়ালে চালকের আসনে বসে বাংলাদেশ।
পাঁচ মিনিট পর মনিকার থ্রো পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলকিপার। ৩৫ মিনিটে এই দফায় নিচু শটে গোল করেন বদলি ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
বিরতি থেকে ফেরেও কমেনি বাংলাদেশের গোলক্ষুধা। ৫৪ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন সাবিনা। ডান প্রান্ত থেকে কৃষ্ণা রানী সরকারের পাসে বক্সের মাঝ বরাবর ফাঁকায় বল পান বাংলাদেশ অধিনায়ক। ঠান্ডা মাথায়, দুর্দান্ত ফিনিশিংয়ে এবারের সাফে নিজের সপ্তম গোলটি তুলে নেন সাবিনা।
তিন মিনিট পরেই সাবিনার ফ্রি-কিক ধরে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন ডিফেন্ডার মাসুরা পারভিন। ৫৭ মিনিটে সাবিনার ফ্রি-কিক ভুটানি গোলরক্ষক আটকাতে ব্যর্থ হলে বল পান মাসুরা। সুযোগের অপেক্ষায় থাকা এই ডিফেন্ডার আরেক গোলের আনন্দে ভাসান বাংলাদেশকে।
ম্যাচের ৮৭ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে বল তহুরার গায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের অন্তিম সময়ে এসে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন সাবিনা খাতুন। অতিরিক্ত সময়ে মাঝমাঠ থেকে ঋতুপর্ণা চাকমার পাস থেকে ভুটানি গোলরক্ষককে আবার বোকা বানিয়ে দলকে বড় জয় এনে দেন সাবিনা।
সিরাত জাহান স্বপ্নার শটে বল জালে জড়াতেই ডাগআউটে হেলেদুলে নাচতে দেখা গেল গোলাম রব্বানী ছোটনকে। শিষ্যদের মন ভরানো ফুটবল নতুন করে হাসতে শেখাচ্ছে সদা গম্ভীর রূপে থাকা বাংলাদেশের নারী ফুটবল দলের কোচকে।
অবশ্য ছোটনের নাচারই তো কথা! এবারের সাফে বাংলাদেশের নারী দল একেকটা ম্যাচে যা করে দেখাচ্ছে, তাতে ডাগআউটে স্বয়ং রামগরুড়ের ছানাও থাকলে হয়তো নিষেধ ভুলে লাফিয়ে উঠত গোলের আনন্দে। ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে সেমিফাইনালে এসে ভুটানকে পাত্তাও দেননি সাবিনা খাতুনরা। ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় বড় জয়। এর আগে ২০১০ সালে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনা। আজ করেছেন এবারের টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক। দুই অর্ধেই বাংলাদেশ গোল করেছে চারটি করে। একটি করে গোল স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের।
আগামী সোমবার হবে টুর্নামেন্টের ফাইনাল। সাবিনা খাতুনদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক নেপাল অথবা ভারত।
ম্যাচের ফলই বলছে, রীতিমতো একপেশে ম্যাচ। অথচ ‘ম্যাচ সহজ হবে না’, বলে সেমিফাইনালের আগে কঠিন পরীক্ষার হুমকি দিয়ে রেখেছিলেন ভুটানি অধিনায়ক পেমা শেরিং। বল মাঠে গড়াতে দশরথের বৃষ্টিভেজা কাদামাখা মাঠে হুমকি ভুলে গড়াগড়ি খেতে দেখা গেল ভুটানের মেয়েদের। আর কাদা মাঠে ভুটানের বিপক্ষে চলল বাংলাদেশের গোল উৎসব।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টায় বাংলাদেশ সাফল্য পায় ২ মিনিট হওয়ার আগেই। মণিকা চাকমার থ্রো বল ধরে ভুটানি গোলরক্ষক সংগীতা মঙ্গারকে বোকা বানিয়ে দলকে সাফল্য এনে দেন স্বপ্না।
এই গোলের পর অবশ্য বেশিক্ষণ মাঠে থাকা হয়নি স্বপ্নার। পায়ের চোটে চোখের পানিতে ১৫ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। বদলি হিসেবে মাঠে নামানো হয় ঋতুপর্ণা চাকমাকে।
স্বপ্না না থাকলেও গোল করা থামেনি বাংলাদেশের। গোল করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। ১৮ মিনিটে সহ-অধিনায়ক মারিয়া মান্দার পাস ধরে ভুটানি গোলরক্ষককে হার মানান সাবিনা। ডান প্রান্ত ধরে দুরূহ কোণ ধরে ৩০ মিনিটে মনিকার ক্রসে কৃষ্ণা রানী লাফিয়ে বল জালে জড়ালে চালকের আসনে বসে বাংলাদেশ।
পাঁচ মিনিট পর মনিকার থ্রো পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলকিপার। ৩৫ মিনিটে এই দফায় নিচু শটে গোল করেন বদলি ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
বিরতি থেকে ফেরেও কমেনি বাংলাদেশের গোলক্ষুধা। ৫৪ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন সাবিনা। ডান প্রান্ত থেকে কৃষ্ণা রানী সরকারের পাসে বক্সের মাঝ বরাবর ফাঁকায় বল পান বাংলাদেশ অধিনায়ক। ঠান্ডা মাথায়, দুর্দান্ত ফিনিশিংয়ে এবারের সাফে নিজের সপ্তম গোলটি তুলে নেন সাবিনা।
তিন মিনিট পরেই সাবিনার ফ্রি-কিক ধরে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন ডিফেন্ডার মাসুরা পারভিন। ৫৭ মিনিটে সাবিনার ফ্রি-কিক ভুটানি গোলরক্ষক আটকাতে ব্যর্থ হলে বল পান মাসুরা। সুযোগের অপেক্ষায় থাকা এই ডিফেন্ডার আরেক গোলের আনন্দে ভাসান বাংলাদেশকে।
ম্যাচের ৮৭ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে বল তহুরার গায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের অন্তিম সময়ে এসে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন সাবিনা খাতুন। অতিরিক্ত সময়ে মাঝমাঠ থেকে ঋতুপর্ণা চাকমার পাস থেকে ভুটানি গোলরক্ষককে আবার বোকা বানিয়ে দলকে বড় জয় এনে দেন সাবিনা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে