Ajker Patrika

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল ফ্রান্স

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৯: ১৭
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল ফ্রান্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠবে ফ্রান্স—এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চ্যাম্পিয়নদের ম্যাচের চিত্রনাট্যটা প্রত্যাশামতো শুরু হয়নি, বরং আরও নাটকীয়ভাবে শুরু হলো।

বাম প্রান্ত থেকে হ্যারি সুটারের ক্রস পেয়ে বক্সের দিকে এগিয়ে যান লেকি। তাঁকে কাভার করতে গিয়ে চোটগ্রস্ত হয়ে পড়েন লুকাস হার্নান্দেজ। তারও আগেই সুযোগ মিস করেননি ফরোয়ার্ড ম্যাথু লেকি। আশ্চর্যের মতো স্কোরবোর্ডে নাম লেখান তিনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলটিও আসে তাঁর পা থেকেই।
গোল খেয়ে যেন ফুঁসে ওঠে ফ্রান্স। ২৭ মিনিটে থিউ হার্নান্দেজের করা কর্নার থেকে হেডে গোল করেন আদ্রিয়াঁ রাবিও।

পাঁচ মিনিট পরই গোল করে রেকর্ডের কাছাকাছি এগিয়ে যান অলভিয়ের জিরুর। এবার র‍াবিওর বাড়ানো বল থেকে সহজ ও সুন্দর গোল করেন ফরাসি নাম্বার নাইন। পাঁচ মিনিটেই বিধ্বস্ত অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ৬৮ মিনিটে ডান প্রান্ত থেকে ওসমানে দেম্বেলের বাড়ানো পাস থেকে বল জালে ঢোকান ফরাসি পোস্টারবয়।

ফ্রান্সের তখনো গোল উৎসব শেষ হয়নি। জিরুর বাকি ছিল থিয়েরি অরির পাশে নাম লেখানোর রেকর্ডের সুযোগ। ৭৩ মিনিটে সেই সুযোগ করে দেন পিএসজি স্ট্রাইকার এমবাপ্পে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাম প্রান্ত থেকে জিরুরকে বক্সের মাঝে পেয়ে বাড়িয়ে দেন বল। আর ফ্রান্সের হয়ে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় নাম তুলতে ভুল করেননি জিরুর।  ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফেবারিটরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত