চ্যাম্পিয়নস লিগে সবার চোখ থাকে বড় দলের ম্যাচের দিকে। তবে গত কয়েক মৌসুমে বড় ও ছোট দলের তত্ত্ব অনেকটাই ম্লান হয়ে গেছে। ছোট দলগুলো এখন আর ছোট নেই। অচেনা শেরিফ তিরাসপোলের কাছে ঘরের মাঠেই হারতে পারে রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তি। ক্লাব ব্রুগা আটকে দিতে পারে লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। তেমন কিছু কি আজও দেখা যাবে? আবার কি লেখা হবে পরাশক্তি-বধের মহাকাব্য?
সেই শাখতারের সামনে রিয়াল
শেরিফের কাছে হেরে বেশ চাপে আছে রিয়াল। আজ স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার দোনেৎস্ক। প্রতিপক্ষের নাম দেখে রিয়াল সমর্থকদের নড়েচড়ে বসার কথা! এই শাখতারের কাছেই গত মৌসুমে দুই লেগের দুটিতেই হেরেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। সেই হারের পুনরাবৃত্তি নিশ্চয় আর দেখতে চাইবে না রিয়াল। আর হারলে গ্রুপ পর্ব পেরোনোই পড়তে পারে শঙ্কায়। এ ম্যাচে তাই কার্লো আনচেলত্তির শিষ্যরা সেরাটাই দিতে চাইবেন।
ইন্টারের বাধা শেরিফ
কাগজ-কলমে গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় শক্তিশালী দল ইন্টার মিলান। তবে দুই ম্যাচ শেষে এখনই বিদায় চোখ রাঙাচ্ছে তাদের। আজ ইন্টারের প্রতিপক্ষ শেরিফ। যারা দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে অবস্থান করছে। ইন্টারের বিপক্ষে জয় শেরিফের নকআউটে পর্বে যাওয়ার পথ আরও সুগম করে দেবে। এখন শুধু আগের দুই ম্যাচের পারফরম্যান্স ফিরিয়ে আনার অপেক্ষা।
আরেকবার মেসি-জাদু
ক্লাব ব্রুগার বিপক্ষে ধাক্কা খেয়ে শুরু করলেও পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ খেলেছে মেসির পিএসজি। মেসির সেই পারফরম্যান্স আরবি লাইপজিগের বিপক্ষে আরেকবার দেখতে চাইবেন ভক্তরা। তবে চোটে পড়ে এ ম্যাচে থাকছেন না নেইমার। বিপরীতে এই গ্রুপের আরেক বড় দল সিটির জন্য ম্যাচটা জয়ে ফেরার। আজ পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা।
আতলেতিকো-লিভারপুল উত্তাপ
দারুণ ছন্দে থাকা লিভারপুলের সামনে আজ আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে আছে লিভারপুল। নিজেদের সেরা ছন্দে আছেন তারকা ত্রয়ী সালাহ-মানে-ফিরমিনো। ঘরের মাঠে এই তিনজনকে আটকে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকবে আতলেতিকো ডিফেন্ডারদের।
চ্যাম্পিয়নস লিগে সবার চোখ থাকে বড় দলের ম্যাচের দিকে। তবে গত কয়েক মৌসুমে বড় ও ছোট দলের তত্ত্ব অনেকটাই ম্লান হয়ে গেছে। ছোট দলগুলো এখন আর ছোট নেই। অচেনা শেরিফ তিরাসপোলের কাছে ঘরের মাঠেই হারতে পারে রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তি। ক্লাব ব্রুগা আটকে দিতে পারে লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। তেমন কিছু কি আজও দেখা যাবে? আবার কি লেখা হবে পরাশক্তি-বধের মহাকাব্য?
সেই শাখতারের সামনে রিয়াল
শেরিফের কাছে হেরে বেশ চাপে আছে রিয়াল। আজ স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার দোনেৎস্ক। প্রতিপক্ষের নাম দেখে রিয়াল সমর্থকদের নড়েচড়ে বসার কথা! এই শাখতারের কাছেই গত মৌসুমে দুই লেগের দুটিতেই হেরেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। সেই হারের পুনরাবৃত্তি নিশ্চয় আর দেখতে চাইবে না রিয়াল। আর হারলে গ্রুপ পর্ব পেরোনোই পড়তে পারে শঙ্কায়। এ ম্যাচে তাই কার্লো আনচেলত্তির শিষ্যরা সেরাটাই দিতে চাইবেন।
ইন্টারের বাধা শেরিফ
কাগজ-কলমে গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় শক্তিশালী দল ইন্টার মিলান। তবে দুই ম্যাচ শেষে এখনই বিদায় চোখ রাঙাচ্ছে তাদের। আজ ইন্টারের প্রতিপক্ষ শেরিফ। যারা দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে অবস্থান করছে। ইন্টারের বিপক্ষে জয় শেরিফের নকআউটে পর্বে যাওয়ার পথ আরও সুগম করে দেবে। এখন শুধু আগের দুই ম্যাচের পারফরম্যান্স ফিরিয়ে আনার অপেক্ষা।
আরেকবার মেসি-জাদু
ক্লাব ব্রুগার বিপক্ষে ধাক্কা খেয়ে শুরু করলেও পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ খেলেছে মেসির পিএসজি। মেসির সেই পারফরম্যান্স আরবি লাইপজিগের বিপক্ষে আরেকবার দেখতে চাইবেন ভক্তরা। তবে চোটে পড়ে এ ম্যাচে থাকছেন না নেইমার। বিপরীতে এই গ্রুপের আরেক বড় দল সিটির জন্য ম্যাচটা জয়ে ফেরার। আজ পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ ক্লাব ব্রুগা।
আতলেতিকো-লিভারপুল উত্তাপ
দারুণ ছন্দে থাকা লিভারপুলের সামনে আজ আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচের দুটিতে জিতে শীর্ষে আছে লিভারপুল। নিজেদের সেরা ছন্দে আছেন তারকা ত্রয়ী সালাহ-মানে-ফিরমিনো। ঘরের মাঠে এই তিনজনকে আটকে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকবে আতলেতিকো ডিফেন্ডারদের।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৯ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে