নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাগরিকা একাই সেই ম্যাচে করেন সব গোল। এর আগে অবশ্য ৩ ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। তবে গোলের ক্ষুধা দমে যায়নি তাঁর। পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যা শুনে উচ্ছ্বসিত তাঁর বাবা।
আজ টিম হোটেলে সাংবাদিকদের সাগরিকা বলেন, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিলেন। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’
জাতীয় দলে অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হয় সাগরিকাকে। শুরুর একাদশে নিয়মিত থাকার বিষয়টি ছেড়ে দিলেন কোচ পিটার বাটলারের ওপর। তিনি বলেন, ‘আমি কেমন পারফরম্যান্স করছি, তা তো নিজে বলতে পারব না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি, আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয়, এটা তো আর কিছু করার নাই।’
আত্মবিশ্বাসী সাগরিকা আরও বলেন, ‘অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তারচেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারব।’
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে অনুসরণ করা সাগরিকা মুগ্ধতা ছড়াতে চান ড্রিবলিংয়ে, ‘আমার আগে ড্রিবলিং স্কিল একটু কম ছিল। এখন আগের চেয়ে একটু বেটার করেছি।’
বাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাগরিকা একাই সেই ম্যাচে করেন সব গোল। এর আগে অবশ্য ৩ ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। তবে গোলের ক্ষুধা দমে যায়নি তাঁর। পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যা শুনে উচ্ছ্বসিত তাঁর বাবা।
আজ টিম হোটেলে সাংবাদিকদের সাগরিকা বলেন, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিলেন। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’
জাতীয় দলে অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হয় সাগরিকাকে। শুরুর একাদশে নিয়মিত থাকার বিষয়টি ছেড়ে দিলেন কোচ পিটার বাটলারের ওপর। তিনি বলেন, ‘আমি কেমন পারফরম্যান্স করছি, তা তো নিজে বলতে পারব না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি, আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয়, এটা তো আর কিছু করার নাই।’
আত্মবিশ্বাসী সাগরিকা আরও বলেন, ‘অবশ্যই আমার আত্মবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তারচেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারব।’
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে অনুসরণ করা সাগরিকা মুগ্ধতা ছড়াতে চান ড্রিবলিংয়ে, ‘আমার আগে ড্রিবলিং স্কিল একটু কম ছিল। এখন আগের চেয়ে একটু বেটার করেছি।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে