Ajker Patrika

১৬ বছর পর ইংলিশ ফুটবলের ঢাল লিভারপুলের হাতে 

১৬ বছর পর ইংলিশ ফুটবলের ঢাল লিভারপুলের হাতে 

ইংলিশ ফুটবলে কয়েক মৌসুম হলো উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমের পর্দা ওঠানো এফএ কমিউনিটি শিল্ড সেই উত্তেজনায় আরেক দফা ঘি ঢেলেছে। 

কিং পাওয়ার স্টেডিয়ামে আজ রাতে পেপ গার্দিওলার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ঢাল আকৃতির শিরোপা ঘরে তুলেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ১৬ তম কমিউনিটি শিল্ড শিরোপা জিতে ঠিক ১৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে অল রেডদের। 

দ্বৈরথের আগে সবার নজর ছিল দুই দলের আক্রমণভাগের নতুন অস্ত্র আর্লিং হালান্ড ও ডারউইন নুনেজের দিকে। হালান্ডকে হতাশা উপহার দিয়ে প্রথম দফা বিজয়ের হাসি হেসেছেন নুনেজ। সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া গোলটি করেছেন তিনিই। মোহামেদ সালাহকে পেনাল্টিও পাইয়ে দিয়েছেন উরুগুয়েন স্ট্রাইকার। স্পট কিক থেকে মিসরীয় তারকার নিখুঁত নিশানাভেদে দ্বিতীয়বার এগিয়ে যায় লিভারপুল। 

লিভারপুলকে এগিয়ে দেওয়ার পর সালাহকে ঘিরে সতীর্থদের উল্লাসপ্রথমার্ধে ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন আরনল্ড। ইংলিশ রাইট ব্যাকের মাপা শট ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি সিটি গোলরক্ষক এদারসন। 

বিরতির পর ম্যাচে ফিরেছিল সিটিজেনরা। ৭০ মিনিটে সমতা আনেন সিটির নতুন আর্জেন্টাইন রিক্রুট হুলিয়ান আলভারেজ। শেষ ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্লপের পুরোনো আর নতুন সৈনিক সালাহ-নুনেজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত