Ajker Patrika

ইউরোপ জয় করে এশিয়ায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোনালদো

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১১: ৫৩
ইউরোপ জয় করে এশিয়ায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোনালদো

দীর্ঘ ইউরোপযাত্রা শেষে ক্রিস্টিয়ানো রোনালদো এবার খেলবেন সৌদি আরবের আল-নাসরের হয়ে। এশিয়ার এই নতুন পরিবেশে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন রোনালদো। 

গত বছরের ৩০ ডিসেম্বর ১৭৩ মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনে (বাংলাদেশি ২ হাজার ১৫৯ কোটি টাকা) রোনালদোর সঙ্গে চুক্তি হয় আল-নাসরের। সৌদি আরবের এই ক্লাব রোনালদোর পঞ্চম ক্লাব। এর আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ইউরোপিয়ান ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ইউরোপীয় এই ক্লাবগুলোর হয়ে অসংখ্য অর্জন রয়েছে এই পর্তুগিজ তারকার। ইউনাইটেডের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা-লিগা ও উয়েফা সুপার কাপ জিতেছেন। জুভেন্টাসের হয়ে দুবার জিতেছেন সিরি-আ। 

ইউরোপের অর্জনগুলোর কথাই যেন গতকাল আল-নাসরের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আপনারা আগেই বলেছেন, ইউরোপে আমার কাজ শেষ। আমি সবকিছু জিতেছি। ইউরোপের সেরা ক্লাবের হয়ে আমি খেলেছি এবং এশিয়ায় এখন এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমাকে সুযোগ দেওয়ায় আল নাসরকে ধন্যবাদ।’ 

রোনালদো আরও বলেন, ‘ইউরোপে আমার সুযোগ এসেছিল। ব্রাজিলের অনেক ক্লাব, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি পর্তুগাল থেকেও। তবে এই ক্লাবকে আমি কথা দিয়েছিলাম। আমার চুক্তিটা একটু ব্যতিক্রম, কারণ আমি ব্যতিক্রমী খেলোয়াড়।’

 ক্লাব ক্যারিয়ারে  ৯৪৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৭০১ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। পর্তুগালের জার্সিতেও দুর্দান্ত রেকর্ড এই তারকা ফুটবলারের। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত