নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলে খেলা বর্তমান স্ট্রাইকারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৫ গোল আছে নাবীব নেওয়াজ জীবনের। একজন স্ট্রাইকারের পক্ষে গোলের পরিমাণটা নিতান্ত কম হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে জীবনের এই ৫ গোল অনেকটা ‘কানা মামা’র মতো। এই গোল দিয়েও হাভিয়ের কাবরেরার দলে ন্যূনতম আগ্রহও ফেরাতে পারেননি জীবন।
আগামী সেপ্টেম্বরে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল থেকে জীবন যে বাদ পড়ছেন সেটা এক প্রকার জানাই ছিল। তবু অপেক্ষা ছিল কোচ কাবরেরার ব্যাখ্যার জন্য। আজ দল ঘোষণা করতে গিয়ে জীবনের বাদ পড়া প্রসঙ্গে একের পর এক প্রশ্নের উত্তর নিয়ে ব্যস্ত থাকলেন স্প্যানিশ কোচ।
জীবনকে কেন দলে রাখা হয়নি সে প্রসঙ্গে কাবরেরার ব্যাখ্যা ছিল এমন, ‘আমি বিশ্বাস করি যে স্ট্রাইকারদের ডেকেছি তারা আমাদের ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারবে, উন্নতি করতে পারবে।তবে হ্যাঁ, ব্যাপার হচ্ছে দেখুন জীবন বিপিএলে ৫ গোল করেছে, সুমন রেজা ৪ গোল করেছে। কত গোল করেছে সেটা ব্যাপার নয়, একজন খেলোয়াড় হিসেবে তারা কতগুলো ম্যাচে ফিট ছিল আমাদের দর্শনে সেটা আমরা বিবেচনা করেছি।’
দর্শনের সঙ্গে না মেলায় জাফর ইকবাল, মারাজ হোসেন, পাপন সিংদের মতো তরুণদের দল থেকে বাদ দিয়েছেন কাবরেরা। বরং, দলে এমন কয়েকজন ফুটবলারকে রেখেছেন যারা এবারের বিপিএলে খুব বেশি সুযোগই পাননি। লিগে নিয়মিত খেলা এই ফুটবলারদের বাদ দেওয়ার প্রসঙ্গে কাবরেরা বলেছেন, ‘নির্দিষ্ট করে বলতে প্রতি পজিশনে আমরা ঠিক কেমন ফুটবলার চাই এবং তারা ফিট আছে কিনা সে বিষয়ে আমাদের ভালো ধারণা আছে। এসব ফুটবলারদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, তাদের বলেছি তারা এবারের দলে নেই মানে তারা আমার ভাবনাতে নেই। কোচিং স্টাফ ও টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে আলোচনা এমন খেলোয়াড়দেরই নির্বাচন করেছি যারা আমাদের ধরনের সঙ্গে যায়।’
কাবরেরার দলে নতুন মুখ মোহামেডান উইঙ্গার শাহরিয়ার ইমন। এবারের বিপিএলে ১৭ ম্যাচে ২ গোল করে ৩ গোল করিয়েছেন ইমন। পাসপোর্ট জটিলতায় এশিয়ান কাপের দল থেকে বাদ পড়েছিলেন চট্টগ্রাম আবাহনী মিডফিল্ডার সোহেল রানা। এবারের দলেও রাখা হয়েছে তাঁকে। চোটের কারণে আগের স্কোয়াড থেকে বাদ পড়া মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসও ফিরেছেন দলে।
ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা আগামীকাল খিলক্ষেতের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করবেন। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে আগামী পরশু থেকে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশ দল
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাইম, আশরাফুল ইসলাম, মাহফুজ হাসান প্রীতম
রক্ষণ: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন ও ইশা ফয়সাল
মাঝমাঠ: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া, আতিকুর রহমান, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিপলু আহমেদ
আক্রমণ: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ,শাহরিয়ার ইমন, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম
জাতীয় দলে খেলা বর্তমান স্ট্রাইকারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৫ গোল আছে নাবীব নেওয়াজ জীবনের। একজন স্ট্রাইকারের পক্ষে গোলের পরিমাণটা নিতান্ত কম হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে জীবনের এই ৫ গোল অনেকটা ‘কানা মামা’র মতো। এই গোল দিয়েও হাভিয়ের কাবরেরার দলে ন্যূনতম আগ্রহও ফেরাতে পারেননি জীবন।
আগামী সেপ্টেম্বরে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল থেকে জীবন যে বাদ পড়ছেন সেটা এক প্রকার জানাই ছিল। তবু অপেক্ষা ছিল কোচ কাবরেরার ব্যাখ্যার জন্য। আজ দল ঘোষণা করতে গিয়ে জীবনের বাদ পড়া প্রসঙ্গে একের পর এক প্রশ্নের উত্তর নিয়ে ব্যস্ত থাকলেন স্প্যানিশ কোচ।
জীবনকে কেন দলে রাখা হয়নি সে প্রসঙ্গে কাবরেরার ব্যাখ্যা ছিল এমন, ‘আমি বিশ্বাস করি যে স্ট্রাইকারদের ডেকেছি তারা আমাদের ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারবে, উন্নতি করতে পারবে।তবে হ্যাঁ, ব্যাপার হচ্ছে দেখুন জীবন বিপিএলে ৫ গোল করেছে, সুমন রেজা ৪ গোল করেছে। কত গোল করেছে সেটা ব্যাপার নয়, একজন খেলোয়াড় হিসেবে তারা কতগুলো ম্যাচে ফিট ছিল আমাদের দর্শনে সেটা আমরা বিবেচনা করেছি।’
দর্শনের সঙ্গে না মেলায় জাফর ইকবাল, মারাজ হোসেন, পাপন সিংদের মতো তরুণদের দল থেকে বাদ দিয়েছেন কাবরেরা। বরং, দলে এমন কয়েকজন ফুটবলারকে রেখেছেন যারা এবারের বিপিএলে খুব বেশি সুযোগই পাননি। লিগে নিয়মিত খেলা এই ফুটবলারদের বাদ দেওয়ার প্রসঙ্গে কাবরেরা বলেছেন, ‘নির্দিষ্ট করে বলতে প্রতি পজিশনে আমরা ঠিক কেমন ফুটবলার চাই এবং তারা ফিট আছে কিনা সে বিষয়ে আমাদের ভালো ধারণা আছে। এসব ফুটবলারদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, তাদের বলেছি তারা এবারের দলে নেই মানে তারা আমার ভাবনাতে নেই। কোচিং স্টাফ ও টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে আলোচনা এমন খেলোয়াড়দেরই নির্বাচন করেছি যারা আমাদের ধরনের সঙ্গে যায়।’
কাবরেরার দলে নতুন মুখ মোহামেডান উইঙ্গার শাহরিয়ার ইমন। এবারের বিপিএলে ১৭ ম্যাচে ২ গোল করে ৩ গোল করিয়েছেন ইমন। পাসপোর্ট জটিলতায় এশিয়ান কাপের দল থেকে বাদ পড়েছিলেন চট্টগ্রাম আবাহনী মিডফিল্ডার সোহেল রানা। এবারের দলেও রাখা হয়েছে তাঁকে। চোটের কারণে আগের স্কোয়াড থেকে বাদ পড়া মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসও ফিরেছেন দলে।
ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা আগামীকাল খিলক্ষেতের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করবেন। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে আগামী পরশু থেকে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশ দল
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাইম, আশরাফুল ইসলাম, মাহফুজ হাসান প্রীতম
রক্ষণ: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন ও ইশা ফয়সাল
মাঝমাঠ: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া, আতিকুর রহমান, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিপলু আহমেদ
আক্রমণ: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ,শাহরিয়ার ইমন, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৮ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১০ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১১ ঘণ্টা আগে