নিউক্যাসলের বিপক্ষে জয়ের পর লিভারপুলকে খোঁচা দিয়ে উত্তেজনা বাড়িয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বলেছেন, সংবাদমাধ্যমসহ সবাই লিভারপুলকে সমর্থন করে। এ সময় লিভারপুলের ৩০ বছরে একটি মাত্র লিগ জেতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ম্যানসিটি বস। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে গার্দিওলার মন্তব্যের জবাব দিয়েছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপও। বলেছেন, ম্যাচের পর উত্তেজনার বশে এ ধরনের মন্তব্য তিনিও করে থাকেন।
ইংল্যান্ডের সবাই লিভারপুলের জয় দেখতে চায় বলে গার্দিওলার মন্তব্যে কিছুটা বিস্ময় প্রকাশ করে ক্লপ বলেন, ‘আমি লিভারপুলে থাকি। এখানে অনেকেই লিভারপুলের হাতে শিরোপা দেখতে চায়, এটা সত্যি। তবে এখানেও সম্ভবত ৫০ শতাংশ মানুষ। কোচ হিসেবে একটি বিষয় আমি নিজেও উপলব্ধি করেছি, ম্যাচের পর সেই ম্যাচের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা মন্তব্য করি। টটেনহাম ম্যাচের পর আমি বলেছিলাম, তারা তেমনই খেলেছে, যেমন খেলে। এর পরও তারা ৫ নম্বরে আছে। সেই মুহূর্তে এটা বলতে ভালো লেগেছে, তবে এটা ভুল ছিল। এটা আমার সেই সময়ের অনুভূতি ছিল।’
‘আমি জানি না পেপ আসলে কোন পরিস্থিতিতে ছিল। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়াটা মেন নেওয়া কঠিন ছিল। আবার লিভারপুল ফাইনালে উঠেছে। তখন ব্যাপারগুলো এমন হতে পারে যে, “তারা (লিভারপুল) শুধু ভিয়ারিয়ালের বিপক্ষে খেলেছে আর আমরা খেলেছি রিয়াল মাদ্রিদের বিপক্ষে।” এরপর এ রকম কিছু আপনি বলতে পারেন। সে তার জায়গায় ঠিক। আমিও টটেনহামের ক্ষেত্রে ঠিক ছিলাম। আমরা একটি প্রিমিয়ার লিগ জিতেছি এটা সে ঠিক বলেছে। আর আমি জানি না, পুরো দেশ আমাদের সমর্থন করছে কি না।’ যোগ করেন ক্লপ।
এ সময় স্টিভেন জেরার্ড লিভারপুলে তাঁর উত্তরসূরি কি না—এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, ‘অবশ্যই এটা সম্ভব। যদিও আমার এ নিয়ে কোনো ধারণা নেই। এটা আমার সিদ্ধান্তের বিষয় না। তবে এটা সম্ভব। এটুকুই।’
নিউক্যাসলের বিপক্ষে জয়ের পর লিভারপুলকে খোঁচা দিয়ে উত্তেজনা বাড়িয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বলেছেন, সংবাদমাধ্যমসহ সবাই লিভারপুলকে সমর্থন করে। এ সময় লিভারপুলের ৩০ বছরে একটি মাত্র লিগ জেতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ম্যানসিটি বস। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে গার্দিওলার মন্তব্যের জবাব দিয়েছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপও। বলেছেন, ম্যাচের পর উত্তেজনার বশে এ ধরনের মন্তব্য তিনিও করে থাকেন।
ইংল্যান্ডের সবাই লিভারপুলের জয় দেখতে চায় বলে গার্দিওলার মন্তব্যে কিছুটা বিস্ময় প্রকাশ করে ক্লপ বলেন, ‘আমি লিভারপুলে থাকি। এখানে অনেকেই লিভারপুলের হাতে শিরোপা দেখতে চায়, এটা সত্যি। তবে এখানেও সম্ভবত ৫০ শতাংশ মানুষ। কোচ হিসেবে একটি বিষয় আমি নিজেও উপলব্ধি করেছি, ম্যাচের পর সেই ম্যাচের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা মন্তব্য করি। টটেনহাম ম্যাচের পর আমি বলেছিলাম, তারা তেমনই খেলেছে, যেমন খেলে। এর পরও তারা ৫ নম্বরে আছে। সেই মুহূর্তে এটা বলতে ভালো লেগেছে, তবে এটা ভুল ছিল। এটা আমার সেই সময়ের অনুভূতি ছিল।’
‘আমি জানি না পেপ আসলে কোন পরিস্থিতিতে ছিল। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়াটা মেন নেওয়া কঠিন ছিল। আবার লিভারপুল ফাইনালে উঠেছে। তখন ব্যাপারগুলো এমন হতে পারে যে, “তারা (লিভারপুল) শুধু ভিয়ারিয়ালের বিপক্ষে খেলেছে আর আমরা খেলেছি রিয়াল মাদ্রিদের বিপক্ষে।” এরপর এ রকম কিছু আপনি বলতে পারেন। সে তার জায়গায় ঠিক। আমিও টটেনহামের ক্ষেত্রে ঠিক ছিলাম। আমরা একটি প্রিমিয়ার লিগ জিতেছি এটা সে ঠিক বলেছে। আর আমি জানি না, পুরো দেশ আমাদের সমর্থন করছে কি না।’ যোগ করেন ক্লপ।
এ সময় স্টিভেন জেরার্ড লিভারপুলে তাঁর উত্তরসূরি কি না—এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, ‘অবশ্যই এটা সম্ভব। যদিও আমার এ নিয়ে কোনো ধারণা নেই। এটা আমার সিদ্ধান্তের বিষয় না। তবে এটা সম্ভব। এটুকুই।’
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে