ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।
দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে