ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।
দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১১ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৪ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৪ ঘণ্টা আগে