Ajker Patrika

আল নাসরের ম্যাচের আগে এ কোন রোনালদো 

আল নাসরের ম্যাচের আগে এ কোন রোনালদো 

‘যেমন খুশি তেমন সাজো’-স্কুলজীবনে, বিশেষ করে প্রাথমিক স্কুলে এমন প্রতিযোগিতা হয়ে থাকে হরহামেশাই। প্রতিযোগিতার দিনে ছাত্রছাত্রীরা নানারকম পোশাক পরেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে অনেকেরই হয়তো সেই প্রতিযোগিতার কথা মনে পড়েছে। 

কেএসইউ ফুটবল ফিল্ডে সৌদি প্রো লিগে আজ রাতে খেলবে আল নাসর ও আল আহলি। এই ম্যাচের আগে গত রাতে আল নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিন জন লোক আল নাসরের ফুটবল ক্লাবে গেছেন। সেখানে তারা তিনজন মিলে শিরোপা দেখছিলেন। তার মধ্যে দুজন ক্লাবের গ্যালারিতে থাকা ছবি দেখতে থাকেন। সেই দুজনকে তারা ডেকে নিয়ে যান অন্য এক ঘরে। সেখানে সৌদি যুবরাজের রাজকীয় পোশাকে সেজেছেন আল নাসরের ফুটবলাররা। ফুটবলারদের মধ্যে ছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে ছিল তরবারি। সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘আমরা সবাই এক পতাকার জন্য।’ এর পর তারা সৌদি আরবের পতাকা জুড়ে দিয়েছে। এরপরের বাক্যে ক্লাবটি লিখেছে, ‘আমরা স্বপ্ন দেখি ও অর্জন করি।’ 

আল নাসরের হয়ে এ বছর সময়টা ভালোই যাচ্ছে রোনালদোর। গত মাসে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে জিতেছে আল নাসর। যা দলটির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। ৬ ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। আর সৌদি প্রো লিগে ৫ ম্যাচে করেছেন ৭ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ৬ ম্যাচে ৪ ম্যাচ জিতে ১২ পয়েন্টে পয়েন্ট তালিকার চারে আছে আল নাসর। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল সৌদি আরবের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত