Ajker Patrika

দুর্নীতির মামলা থেকে মুক্তি পেলেন নেইমার

দুর্নীতির মামলা থেকে মুক্তি পেলেন নেইমার

গত কয়েক মাস একটা মামলা বেশ ভোগাচ্ছিল নেইমারকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিপক্ষে জালিয়াতির মামলা করেছিল স্বদেশি এক বিনিয়োগ প্রতিষ্ঠান। অবশেষে এই মামলা থেকে মুক্তি পেলেন নেইমার।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় গিয়েছিলেন নেইমার। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারের দুই বছরের জেল ও এক কোটি ইউরো (বাংলাদেশি ১০০ কোটি টাকা) জরিমানা দাবি করেছিল প্রতিষ্ঠানটি। আদালত গতকাল সেই মামলা থেকে নেইমারকে অব্যহতি দিয়েছে। কোর্ট এক বিবৃতিতে বলেছে, ‘ডিআইস এবং নেইমারের মধ্যে ভুয়া চুক্তির বিষয়টি প্রমাণিত হয়নি। ডিআইএসকেও ইচ্ছে করে ফাঁসানো হয়নি।’

সান্তোসে থাকাকালীন নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটি দাবি করেছিল, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশ না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা। শুধু নেইমারই নন, আরও অনেককে বিবাদী করা হয়েছিল এই মামলায়। নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ ও স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজকেও বিবাদী করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত