পাকিস্তান জাতীয় দলে হাসান বশিরের অভিষেকের এক বছর পর বাংলাদেশের জার্সি পরেছেন জামাল ভূঁইয়া। দুজনেই একসঙ্গে খেলেছেন, বেড়ে উঠেছেন ডেনমার্কে। জামাল এখন বাংলাদেশ ফুটবলের বিজ্ঞাপন আর হাসানের দেশ পাকিস্তান ক্রমেই পিছিয়ে যাচ্ছে। দেশটিকে অনির্দিষ্ট সময় পর্যন্ত নিষিদ্ধ করেছে ফিফা। পাকিস্তান ফুটবলের অনিশ্চিত ভবিষ্যৎ আর বন্ধু জামালের সাফল্য দেখে নিজের দুঃখ লুকাতে পারেননি দেশটির জাতীয় দলের এই অধিনায়ক।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত এপ্রিলে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে ফিফা, যে কারণে আগামী সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার সম্ভাবনাই বেশি পাকিস্তানের। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে দ্রুত ফেরার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। জাতীয় দলে খেলতে না পারায় ফুটবলারদের মাঝে হতাশা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজকে জানিয়েছেন হাসান বশির।
২০১২ সালে অভিষেকের পর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি হাসান। পরের বছর নেপালের বিপক্ষে সাফে অভিষেকের পর ৫১টি ম্যাচ খেলেছেন জামাল। বন্ধুর সাফল্য ও নিজেদের খেলতে না পারা তাঁকে কষ্ট দেয় বলে নিউজকে জানিয়েছেন হাসান, ‘বাংলাদেশের অধিনায়ক হয়ে কত ম্যাচ খেলেছে সে বিষয়ে জামালের সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে, আমার আর ইউসুফ বাটের অভিষেকের এক বছর পর জাতীয় দলে খেলে ৬০-৭০টি ম্যাচ খেলেছে। আমি হিসাব করে দেখলাম, আমি মাত্র ২০-২১টি ম্যাচ খেলেছি। সত্যি বলতে, বিষয়টি লজ্জার, অপমানের ও আফসোসের। সব শেষ হয়ে যাচ্ছে।’
শুধু জাতীয় দলেরই নয়, ঘরোয়া লিগে খেলা ফুটবলাররা আর্থিক অনটনে আছেন বলে জানিয়েছেন হাসান। অনেকে ছাঁটাই হয়েছেন ক্লাব থেকে। ডেনমার্কের ঘরোয়া লিগে খেলা হাসানের আর্থিক অভাব নেই, তবে পাকিস্তানি সতীর্থদের অভাব তাঁকে পীড়া দেয়। বলেছেন, ‘আমি কয়েকজন ফুটবলারকে জানি, যাঁরা জীবনে শুধু ফুটবলই খেলেছেন। এই খেলাটার ওপর তাঁদের জীবিকা, পরিবারের জীবনধারণ সবকিছু নির্ভর করে। আমি জানি না পাকিস্তানের ফুটবল কবে স্বাভাবিক হবে।’
পাকিস্তান জাতীয় দলে হাসান বশিরের অভিষেকের এক বছর পর বাংলাদেশের জার্সি পরেছেন জামাল ভূঁইয়া। দুজনেই একসঙ্গে খেলেছেন, বেড়ে উঠেছেন ডেনমার্কে। জামাল এখন বাংলাদেশ ফুটবলের বিজ্ঞাপন আর হাসানের দেশ পাকিস্তান ক্রমেই পিছিয়ে যাচ্ছে। দেশটিকে অনির্দিষ্ট সময় পর্যন্ত নিষিদ্ধ করেছে ফিফা। পাকিস্তান ফুটবলের অনিশ্চিত ভবিষ্যৎ আর বন্ধু জামালের সাফল্য দেখে নিজের দুঃখ লুকাতে পারেননি দেশটির জাতীয় দলের এই অধিনায়ক।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত এপ্রিলে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে ফিফা, যে কারণে আগামী সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার সম্ভাবনাই বেশি পাকিস্তানের। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে দ্রুত ফেরার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। জাতীয় দলে খেলতে না পারায় ফুটবলারদের মাঝে হতাশা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজকে জানিয়েছেন হাসান বশির।
২০১২ সালে অভিষেকের পর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি হাসান। পরের বছর নেপালের বিপক্ষে সাফে অভিষেকের পর ৫১টি ম্যাচ খেলেছেন জামাল। বন্ধুর সাফল্য ও নিজেদের খেলতে না পারা তাঁকে কষ্ট দেয় বলে নিউজকে জানিয়েছেন হাসান, ‘বাংলাদেশের অধিনায়ক হয়ে কত ম্যাচ খেলেছে সে বিষয়ে জামালের সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে, আমার আর ইউসুফ বাটের অভিষেকের এক বছর পর জাতীয় দলে খেলে ৬০-৭০টি ম্যাচ খেলেছে। আমি হিসাব করে দেখলাম, আমি মাত্র ২০-২১টি ম্যাচ খেলেছি। সত্যি বলতে, বিষয়টি লজ্জার, অপমানের ও আফসোসের। সব শেষ হয়ে যাচ্ছে।’
শুধু জাতীয় দলেরই নয়, ঘরোয়া লিগে খেলা ফুটবলাররা আর্থিক অনটনে আছেন বলে জানিয়েছেন হাসান। অনেকে ছাঁটাই হয়েছেন ক্লাব থেকে। ডেনমার্কের ঘরোয়া লিগে খেলা হাসানের আর্থিক অভাব নেই, তবে পাকিস্তানি সতীর্থদের অভাব তাঁকে পীড়া দেয়। বলেছেন, ‘আমি কয়েকজন ফুটবলারকে জানি, যাঁরা জীবনে শুধু ফুটবলই খেলেছেন। এই খেলাটার ওপর তাঁদের জীবিকা, পরিবারের জীবনধারণ সবকিছু নির্ভর করে। আমি জানি না পাকিস্তানের ফুটবল কবে স্বাভাবিক হবে।’
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৬ ঘণ্টা আগে