Ajker Patrika

হেরেও জিতে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ০৭ মে ২০২১, ১৬: ১৩
হেরেও জিতে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

ঢাকা: হেরেও ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ডাগ আউটে থাকছেন উলে গুনার সুলশার। কাল রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানইউকে ৩–২ গোলে হারিয়েছে রোমা। তবে দুই লেগ মিলিয়ে ব্যবধানটা ৫–৮ বলে হেরেও ফাইনালে চলে গেল ম্যানইউ। ২৬ মে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম লেগে ৬-২ গোলের জয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল ম্যানইউ। ফিরতি লেগে হেরেও এই হার খুব বেশি প্রভাব ফেলেনি। ম্যাচ হারলেও শুরুতে এগিয়ে ছিল রেড ডেভিলরাই। ৩৯ মিনিটে ‘ডেড লক’ ভাঙেন এডিনসন কাভানি। ফ্রেডের বাড়িয়ে দেওয়া বল থেকে প্রায় ২০ মিটার দূরের শটে লক্ষ্যভেদ করেন কাভানি। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি এএস রোমা। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে লুক শ–এরিক বেইলিরা।

পিছিয়ে থাকা দলকে আবারও ম্যাচে ফেরান কাভানি। ব্রুনো ফার্নানদেজের বাঁকানো ক্রস আর কাভানির দুর্দান্ত হেডের যৌথ প্রযোজনায় জালে জড়ায় বল। প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। গোল হজম করেও আক্রমণের ধার কমায়নি রোমা। রীতিমতো কাঁপিয়ে দেয় ইউনাইটেডের দুর্গ । তবে তাতে খুব বেশি ফায়দা তুলেতে পারেনি। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ম্যানইউর আত্মঘাতী গোল । ৩-২ গোলে জয় পেলেও প্রথম লেগের বড় হারে কপাল পুড়েছে রোমার।

রাতের আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-ভিয়ারিয়াল ফিরতি লেগের ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে দুই দলই। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। দুবার পোস্টে লাগে পিয়েরে এনরিক অউবেমায়ংয়ে শট। ঘরের মাঠে শেষ পর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে ভিয়ারিয়াল।

২৬ মে পোল্যান্ডের গোডাইন্সকে ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত