Ajker Patrika

‘হ্যাটট্রিকের’ পর রোনালদোর বাঁধভাঙা উচ্ছ্বাস 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৮: ৪২
‘হ্যাটট্রিকের’ পর রোনালদোর বাঁধভাঙা উচ্ছ্বাস 

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর কেটেছিল দুর্দান্ত। গোল যেমন করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেন। তবে পর্তুগালের জার্সিতে এ বছর সময়টা ভালো যাচ্ছিল না। হতাশাজনক ইউরোতে একটা গোলও করতে পারেননি। 

অফফর্মে থাকা রোনালদোকে নিয়ে চলছিল অনেক সমালোচনা। তবে তিনি তো অত সহজে দমে যাওয়ার পাত্র নন। এবারের নেশনস লিগে তিনি করেছেন ‘হ্যাটট্রিক’। এই হ্যাটট্রিক তিনি নির্দিষ্ট কোনো ম্যাচে করেননি। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যার সবশেষটা এসেছে গত রাতে ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর দেখা গেছে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিরচেনা উদযাপন।

রোনালদোর ‘হ্যাটট্রিকের’ ম্যাচে পর্তুগালও এবারের নেশনস লিগে করেছে জয়ের হ্যাটট্রিক। পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ‘বিশেষ মুহূর্তের’ ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘নেশনস লীগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই বাইরে যাই!’ 

ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে পর্তুগাল-পোল্যান্ড ম্যাচে ভক্ত-সমর্থকদের যে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর দ্বৈরথ দেখার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। তবে ঘরের মাঠে পোল্যান্ড দাঁড়াতেই পারেনি। ২৬ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পরবর্তীতে ৩৭ মিনিটে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। 

পিছিয়ে থাকা পোল্যান্ড ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৭৮ মিনিটে। গোলটি করেন পোল্যান্ড মিডফিল্ডার পিওতোর জেলেনিস্কি। সমতায় ফিরতে যেখানে পোলিশদের গোলের কোনো বিকল্প ছিল না, সেখানেই তালগোল পাকিয়ে বসে। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলটি করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক।  

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগেই করেছেন রোনালদো। ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে তাঁর গোল ৯০৬।

উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে পর্তুগাল। দুই ও তিনে থাকা ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের পয়েন্ট ৬ ও ৩। গ্রুপে পয়েন্ট তালিকার চারে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ০। পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড—গ্রুপ ওয়ানের এই চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত