আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর কেটেছিল দুর্দান্ত। গোল যেমন করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেন। তবে পর্তুগালের জার্সিতে এ বছর সময়টা ভালো যাচ্ছিল না। হতাশাজনক ইউরোতে একটা গোলও করতে পারেননি।
অফফর্মে থাকা রোনালদোকে নিয়ে চলছিল অনেক সমালোচনা। তবে তিনি তো অত সহজে দমে যাওয়ার পাত্র নন। এবারের নেশনস লিগে তিনি করেছেন ‘হ্যাটট্রিক’। এই হ্যাটট্রিক তিনি নির্দিষ্ট কোনো ম্যাচে করেননি। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যার সবশেষটা এসেছে গত রাতে ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর দেখা গেছে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিরচেনা উদযাপন।
রোনালদোর ‘হ্যাটট্রিকের’ ম্যাচে পর্তুগালও এবারের নেশনস লিগে করেছে জয়ের হ্যাটট্রিক। পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ‘বিশেষ মুহূর্তের’ ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘নেশনস লীগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই বাইরে যাই!’
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে পর্তুগাল-পোল্যান্ড ম্যাচে ভক্ত-সমর্থকদের যে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর দ্বৈরথ দেখার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। তবে ঘরের মাঠে পোল্যান্ড দাঁড়াতেই পারেনি। ২৬ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পরবর্তীতে ৩৭ মিনিটে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
পিছিয়ে থাকা পোল্যান্ড ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৭৮ মিনিটে। গোলটি করেন পোল্যান্ড মিডফিল্ডার পিওতোর জেলেনিস্কি। সমতায় ফিরতে যেখানে পোলিশদের গোলের কোনো বিকল্প ছিল না, সেখানেই তালগোল পাকিয়ে বসে। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলটি করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগেই করেছেন রোনালদো। ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে তাঁর গোল ৯০৬।
উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে পর্তুগাল। দুই ও তিনে থাকা ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের পয়েন্ট ৬ ও ৩। গ্রুপে পয়েন্ট তালিকার চারে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ০। পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড—গ্রুপ ওয়ানের এই চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ।
আরও খবর পড়ুন:
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর গত বছর কেটেছিল দুর্দান্ত। গোল যেমন করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেন। তবে পর্তুগালের জার্সিতে এ বছর সময়টা ভালো যাচ্ছিল না। হতাশাজনক ইউরোতে একটা গোলও করতে পারেননি।
অফফর্মে থাকা রোনালদোকে নিয়ে চলছিল অনেক সমালোচনা। তবে তিনি তো অত সহজে দমে যাওয়ার পাত্র নন। এবারের নেশনস লিগে তিনি করেছেন ‘হ্যাটট্রিক’। এই হ্যাটট্রিক তিনি নির্দিষ্ট কোনো ম্যাচে করেননি। টানা তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। যার সবশেষটা এসেছে গত রাতে ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর দেখা গেছে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিরচেনা উদযাপন।
রোনালদোর ‘হ্যাটট্রিকের’ ম্যাচে পর্তুগালও এবারের নেশনস লিগে করেছে জয়ের হ্যাটট্রিক। পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ‘বিশেষ মুহূর্তের’ ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘নেশনস লীগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই বাইরে যাই!’
ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে পর্তুগাল-পোল্যান্ড ম্যাচে ভক্ত-সমর্থকদের যে নজর ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির দ্বৈরথের দিকে। ম্যাচের আগে রোনালদোকে নিয়ে লেভার প্রশংসার পর দ্বৈরথ দেখার আকর্ষণ বেড়ে যায় বহুগুণে। তবে ঘরের মাঠে পোল্যান্ড দাঁড়াতেই পারেনি। ২৬ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন পর্তুগালের বার্নার্দো সিলভা। পরবর্তীতে ৩৭ মিনিটে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
পিছিয়ে থাকা পোল্যান্ড ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৭৮ মিনিটে। গোলটি করেন পোল্যান্ড মিডফিল্ডার পিওতোর জেলেনিস্কি। সমতায় ফিরতে যেখানে পোলিশদের গোলের কোনো বিকল্প ছিল না, সেখানেই তালগোল পাকিয়ে বসে। ৮৮ মিনিটে আত্মঘাতী গোলটি করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড তো আগেই করেছেন রোনালদো। ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে গোল করে পর্তুগালের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে তাঁর গোল ৯০৬।
উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে পর্তুগাল। দুই ও তিনে থাকা ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের পয়েন্ট ৬ ও ৩। গ্রুপে পয়েন্ট তালিকার চারে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ০। পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড—গ্রুপ ওয়ানের এই চারটি দলই খেলেছে তিনটি করে ম্যাচ।
আরও খবর পড়ুন:
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে