ইন্টার মায়ামির হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। সবশেষ দুই ম্যাচে আবার জোড়া গোল করেছেন। আর্জেন্টাইন অধিনায়কের গোলের ধারার মতো জয়ের ধারায় রয়েছে মায়ামিও।
মেসির জোড়া গোলের দিনে হ্যাটট্রিক জয় পেয়েছে মায়ামি। আজ নিউ ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারিয়েছে তারা। অন্য দুটি গোল করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি ও লুই সুয়ারেজ। প্রতিপক্ষের হয়ে গোলটি করেছেন টমাস চ্যাঙ্কালে।
বড় ব্যবধানে জয় পাওয়ার ম্যাচটির শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির। রেফারির ম্যাচ শুরুর বাঁশি বাজানো শেষ হতে না হতেই যে গোল উদ্যাপনে মাতে স্বাগতিক নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডের সময় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাঙ্কালে।
প্রথম মিনিটেই পিছিয়ে পড়া মায়ামি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে গোল শোধ দিতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রবার্ট টেলরের পাস থেকে দলকে সমতায় ফেরান মেসি। বিরতির দলকে ৬৫ মিনিটে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের ভেতর থেকে শুট নিলেও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে গোল-বঞ্চিত হন তিনি।
সে যাত্রায় নিউ ইংল্যান্ড বেঁচে গেলেও ২ মিনিট পর আর পারেনি। সার্জিও বুসকেতসের দুর্দান্ত এক পাসে দলকে এগিয়ে দেন মেসি। পরে হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। কিন্তু ৮৩ মিনিটে তাঁর শট দুর্দান্তভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক হেনরিক রাভাস। আর্জেন্টাইন অধিনায়ক হ্যাটট্রিক-বঞ্চিত হলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন ক্রেমাশ্চি।
আর শেষ দিকে ব্যবধান ৪–১ করেন সুয়ারেজ। ৮৮ মিনিটে দারুণ এক বাঁকানো শটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। এই গোলেও সহায়তা করেন জোড়া গোল করা মেসি। হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ থাকলেও জোড়া গোলে একটা জায়গায় শীর্ষে উঠেছেন মেসি।
এবারের মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ৯ গোলে পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ান আরাঙ্গোকে। রিয়েল সল্ট লেকের এই ফরোয়ার্ডের গোল ৮টি। মেসির মতো মায়ামিরও শীর্ষস্থানটা আরও সুসংহত হয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১০ ম্যাচে ১৮ পয়েন্টে দুইয়ে আছে সিনসিনাটি।
ইন্টার মায়ামির হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। সবশেষ দুই ম্যাচে আবার জোড়া গোল করেছেন। আর্জেন্টাইন অধিনায়কের গোলের ধারার মতো জয়ের ধারায় রয়েছে মায়ামিও।
মেসির জোড়া গোলের দিনে হ্যাটট্রিক জয় পেয়েছে মায়ামি। আজ নিউ ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারিয়েছে তারা। অন্য দুটি গোল করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি ও লুই সুয়ারেজ। প্রতিপক্ষের হয়ে গোলটি করেছেন টমাস চ্যাঙ্কালে।
বড় ব্যবধানে জয় পাওয়ার ম্যাচটির শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির। রেফারির ম্যাচ শুরুর বাঁশি বাজানো শেষ হতে না হতেই যে গোল উদ্যাপনে মাতে স্বাগতিক নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডের সময় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাঙ্কালে।
প্রথম মিনিটেই পিছিয়ে পড়া মায়ামি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে গোল শোধ দিতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রবার্ট টেলরের পাস থেকে দলকে সমতায় ফেরান মেসি। বিরতির দলকে ৬৫ মিনিটে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের ভেতর থেকে শুট নিলেও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে গোল-বঞ্চিত হন তিনি।
সে যাত্রায় নিউ ইংল্যান্ড বেঁচে গেলেও ২ মিনিট পর আর পারেনি। সার্জিও বুসকেতসের দুর্দান্ত এক পাসে দলকে এগিয়ে দেন মেসি। পরে হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। কিন্তু ৮৩ মিনিটে তাঁর শট দুর্দান্তভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক হেনরিক রাভাস। আর্জেন্টাইন অধিনায়ক হ্যাটট্রিক-বঞ্চিত হলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন ক্রেমাশ্চি।
আর শেষ দিকে ব্যবধান ৪–১ করেন সুয়ারেজ। ৮৮ মিনিটে দারুণ এক বাঁকানো শটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। এই গোলেও সহায়তা করেন জোড়া গোল করা মেসি। হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ থাকলেও জোড়া গোলে একটা জায়গায় শীর্ষে উঠেছেন মেসি।
এবারের মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ৯ গোলে পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ান আরাঙ্গোকে। রিয়েল সল্ট লেকের এই ফরোয়ার্ডের গোল ৮টি। মেসির মতো মায়ামিরও শীর্ষস্থানটা আরও সুসংহত হয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১০ ম্যাচে ১৮ পয়েন্টে দুইয়ে আছে সিনসিনাটি।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১০ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৮ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে