Ajker Patrika

১৪ গোল করে রেকর্ড বই তছনছ করলেন এমবাপ্পেরা 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬: ৫২
১৪ গোল করে রেকর্ড বই তছনছ করলেন এমবাপ্পেরা 

জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।

আলিয়াঞ্জ রিভেইরাতে ফ্রান্স-জিব্রাল্টারের গত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল  ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ। গ্যালারিতে দর্শকরা এসে শুরু থেকেই দেখছিলেন একের পর এক গোল। শুরুটা হয়েছিল ৩ মিনিটে জিব্রাল্টার ডিফেন্ডার ইথান সান্তোসের আত্মঘাতী গোলে। ফ্রান্সের প্রথম গোলটা ৪ মিনিটে করেন মার্কাস থুরাম। গোলের পর গোল করতে থাকা ফরাসিদের শেষ দুই গোল করেন অলিভিয়ার জিরু।  জিব্রাল্টারকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

জিব্রাল্টারকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ড বইয়ের পাতা তছনছ করল ফ্রান্স। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বসহ আন্তর্জাতিক ফুটবলে ১৪ গোলের কীর্তি গড়ল ফ্রান্স। তাতে ভেঙে গেছে জার্মানির রেকর্ড। ২০০৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মারিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা। একই সঙ্গে ফ্রান্স ভেঙেছে নিজেদের ২৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৯৫ সালে আজারবাইজানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা।

এই ম্যাচে ফ্রান্সের ৯ ফুটবলার ১৩ গোল করেছেন।  যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। ৩০ মিনিটে পেনাল্টিতে করেছেন নিজের প্রথম গোল। ৭৪ ও ৮২  মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। তাতে পেশাদার ক্যারিয়ারে ৩০০ গোল করেছেন। ৩০০ গোলের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৪৬ গোল ও ২৫৪ গোল করেছেন পিএসজির জার্সিতে। দুটি গোল করতে অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পের হ্যাটট্রিকের পর জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। একটি করে গোল করেছেন থুরাম, ওয়ারেন জায়ার এমেরি, আদ্রে র‍্যাবিও, উসমান দেম্বেলে, ইউসুফ ফোফানা ও জোনাথন ক্লজ। ১৪-০ গোলে জয়ে ৭ ম্যাচের ৭টিতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ফ্রান্স।

ফ্রান্সের রেকর্ড গড়ার দিনে ইউরো বাছাইয়ের ম্যাচে নেদারল্যান্ডস ও রোমানিয়া জয় পেয়েছে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে রিপাবলিক আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। আর ‘আই’ গ্রুপে ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে উঠেছে রোমানিয়া। তাতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে গেছে রোমানিয়া। আর প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত