জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।
আলিয়াঞ্জ রিভেইরাতে ফ্রান্স-জিব্রাল্টারের গত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ। গ্যালারিতে দর্শকরা এসে শুরু থেকেই দেখছিলেন একের পর এক গোল। শুরুটা হয়েছিল ৩ মিনিটে জিব্রাল্টার ডিফেন্ডার ইথান সান্তোসের আত্মঘাতী গোলে। ফ্রান্সের প্রথম গোলটা ৪ মিনিটে করেন মার্কাস থুরাম। গোলের পর গোল করতে থাকা ফরাসিদের শেষ দুই গোল করেন অলিভিয়ার জিরু। জিব্রাল্টারকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
জিব্রাল্টারকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ড বইয়ের পাতা তছনছ করল ফ্রান্স। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বসহ আন্তর্জাতিক ফুটবলে ১৪ গোলের কীর্তি গড়ল ফ্রান্স। তাতে ভেঙে গেছে জার্মানির রেকর্ড। ২০০৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মারিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা। একই সঙ্গে ফ্রান্স ভেঙেছে নিজেদের ২৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৯৫ সালে আজারবাইজানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা।
এই ম্যাচে ফ্রান্সের ৯ ফুটবলার ১৩ গোল করেছেন। যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। ৩০ মিনিটে পেনাল্টিতে করেছেন নিজের প্রথম গোল। ৭৪ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। তাতে পেশাদার ক্যারিয়ারে ৩০০ গোল করেছেন। ৩০০ গোলের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৪৬ গোল ও ২৫৪ গোল করেছেন পিএসজির জার্সিতে। দুটি গোল করতে অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পের হ্যাটট্রিকের পর জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। একটি করে গোল করেছেন থুরাম, ওয়ারেন জায়ার এমেরি, আদ্রে র্যাবিও, উসমান দেম্বেলে, ইউসুফ ফোফানা ও জোনাথন ক্লজ। ১৪-০ গোলে জয়ে ৭ ম্যাচের ৭টিতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ফ্রান্স।
ফ্রান্সের রেকর্ড গড়ার দিনে ইউরো বাছাইয়ের ম্যাচে নেদারল্যান্ডস ও রোমানিয়া জয় পেয়েছে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে রিপাবলিক আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। আর ‘আই’ গ্রুপে ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে উঠেছে রোমানিয়া। তাতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে গেছে রোমানিয়া। আর প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।
জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।
আলিয়াঞ্জ রিভেইরাতে ফ্রান্স-জিব্রাল্টারের গত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ। গ্যালারিতে দর্শকরা এসে শুরু থেকেই দেখছিলেন একের পর এক গোল। শুরুটা হয়েছিল ৩ মিনিটে জিব্রাল্টার ডিফেন্ডার ইথান সান্তোসের আত্মঘাতী গোলে। ফ্রান্সের প্রথম গোলটা ৪ মিনিটে করেন মার্কাস থুরাম। গোলের পর গোল করতে থাকা ফরাসিদের শেষ দুই গোল করেন অলিভিয়ার জিরু। জিব্রাল্টারকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
জিব্রাল্টারকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ড বইয়ের পাতা তছনছ করল ফ্রান্স। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বসহ আন্তর্জাতিক ফুটবলে ১৪ গোলের কীর্তি গড়ল ফ্রান্স। তাতে ভেঙে গেছে জার্মানির রেকর্ড। ২০০৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মারিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা। একই সঙ্গে ফ্রান্স ভেঙেছে নিজেদের ২৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৯৫ সালে আজারবাইজানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা।
এই ম্যাচে ফ্রান্সের ৯ ফুটবলার ১৩ গোল করেছেন। যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। ৩০ মিনিটে পেনাল্টিতে করেছেন নিজের প্রথম গোল। ৭৪ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। তাতে পেশাদার ক্যারিয়ারে ৩০০ গোল করেছেন। ৩০০ গোলের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৪৬ গোল ও ২৫৪ গোল করেছেন পিএসজির জার্সিতে। দুটি গোল করতে অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পের হ্যাটট্রিকের পর জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। একটি করে গোল করেছেন থুরাম, ওয়ারেন জায়ার এমেরি, আদ্রে র্যাবিও, উসমান দেম্বেলে, ইউসুফ ফোফানা ও জোনাথন ক্লজ। ১৪-০ গোলে জয়ে ৭ ম্যাচের ৭টিতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ফ্রান্স।
ফ্রান্সের রেকর্ড গড়ার দিনে ইউরো বাছাইয়ের ম্যাচে নেদারল্যান্ডস ও রোমানিয়া জয় পেয়েছে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে রিপাবলিক আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। আর ‘আই’ গ্রুপে ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে উঠেছে রোমানিয়া। তাতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে গেছে রোমানিয়া। আর প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৮ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৯ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে