নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।’
গত অক্টোবরে সভাপতি হওয়ার পর বাফুফের আর্থিক খাতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তাবিথ আউয়াল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার প্রতিনিধি দল ঢাকায় এসেছিল ফিফা ফান্ডের অডিটের জন্য। তখনই বাফুফে ধারণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ফিফা। এখন থেকে তাই স্বাভাবিক নিয়মেই ফিফার ফান্ড পাবে বাফুফে।
বাফুফের আর্থিক অসঙ্গতির খবর অবশ্য নতুন কিছু নয়। ফিফার তদন্তের পর জালিয়াতির কারণে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। একইসঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমান। এছাড়া জরিমানা করা হয় বাফুফের তখনকার সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির প্রধান আব্দুস সালাম মূর্শেদীকেও।
সাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।’
গত অক্টোবরে সভাপতি হওয়ার পর বাফুফের আর্থিক খাতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তাবিথ আউয়াল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার প্রতিনিধি দল ঢাকায় এসেছিল ফিফা ফান্ডের অডিটের জন্য। তখনই বাফুফে ধারণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ফিফা। এখন থেকে তাই স্বাভাবিক নিয়মেই ফিফার ফান্ড পাবে বাফুফে।
বাফুফের আর্থিক অসঙ্গতির খবর অবশ্য নতুন কিছু নয়। ফিফার তদন্তের পর জালিয়াতির কারণে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। একইসঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমান। এছাড়া জরিমানা করা হয় বাফুফের তখনকার সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির প্রধান আব্দুস সালাম মূর্শেদীকেও।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৪ ঘণ্টা আগে