Ajker Patrika

ল্যামিনেতে উচ্ছ্বসিত স্পেন

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬: ৪৮
ল্যামিনেতে উচ্ছ্বসিত স্পেন

প্রতিবার গোলের পর লামিনে ইয়ামালের উদ্যাপন খেয়াল করেছেন কি? প্রথমে দেখে মনে হবে, হয়তো মার্ভেল কমিকসের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’কে মনে করিয়ে দিচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যাওয়ার পরপরই গোল করে সন্তানদের উদ্দেশে এমন উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি। ইয়ামালের দুই হাত ক্রস করা উদ্যাপন দেখেও মনে হবে, তিনি ব্ল্যাক প্যান্থারের ভক্ত। তবে আঙুলের দিকে একটু খেয়াল করলে পরিষ্কার হবে সব। 

আঙুল বাঁকিয়ে যে চিহ্ন লামিনে আঁকেন, সেটি ৩০৪। কাতালোনিয়া রাজ্যের জেলা রোকাফোন্ডার পোস্ট কোড। এখানেই বেড়ে উঠেছেন বার্সেলোনা তারকা। এই ১৬ বছর বয়সের কিশোরই এখন স্বপ্ন দেখাচ্ছেন স্পেনকে। এক যুগ পর স্প্যানিশদের ইউরোর ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এবার কি পারবেন শিরোপাটাও এনে দিতে? 

গত বছর বার্সার জার্সিতে লা লিগায় অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় লামিনে। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে সমতায় ফেরানো বাঁ পায়ের অসাধারণ বাঁকানো গোলটির পর থেকে সেই আলোচনা দ্বিগুণ হয়েছে। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ও মাতোয়ারা ‘এল কর্দোভে’ নামে রোকাফোন্ডার স্থানীয় এক বারে আসা লোকজনও। ঘরের ছেলের এমন সাফল্যে মুখর তো হবেনই তাঁর জন্মভূমির লোকজন। উত্তর বার্সেলোনার এসব অধিবাসী অনেক দিন ধরে লামিনের ভিন্ন ফুটবলপ্রতিভা সম্পর্কে ওয়াকিবহাল। তবে কখনো মনে করেননি, এই ছেলে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়বেন। সেই বারের মালিক হুয়ান কার্লোসও গর্বিত লামিনের পারফরম্যান্সে। এএফপিকে তিনি বলেছেন, ‘আমরা জানতাম, সে বার্সেলোনার মূল দলে খেলছে। তবে ধারণায় ছিল না, সে এ ধরনের প্রভাব রাখবে।’ 

বারটির দেয়ালে ফ্রেমে বাঁধা লামিনের স্বাক্ষরিত একটি বার্সার জার্সিও রয়েছে। এটি দিয়েছেন তাঁর বাবা। লামিনে বার্সার যুব একাডেমি লা মাসিয়ায় ভর্তি হওয়ার আগে বাবার সঙ্গে এই বারে যেতেন। তবে এরপর বারে আর দেখা যায়নি তাঁকে। তবে এই নয় যে বার্সেলোনার উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরের ১ লাখ ৩০ হাজার অধিবাসীর শহর মাতারোতে (রোকাফোন্ডার প্রতিবেশি) ফেরেননি। এখানের লোকজন যে তাঁকে নিয়ে এখন গর্বই করেন। স্থানীয়রা গর্বের সঙ্গে তাঁর ছবি দেখান। শৈশবের কিছু সময় এখানেই কাটিয়েছেন লামিনে। 

ইউরোর স্কোয়াডে লামিনের মতো তরুণদেরই প্রাধান্য দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সাফল্যও তিনি পেয়েছেন। এই তরুণদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে স্প্যানিশরা। ১৪ জুলাইয়ের ফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে লামিনে স্বাদ পাবেন প্রথম ইউরোর। তবে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা গ্যারেথ সাউথগেটের শিষ্যরাও যে ছেড়ে কথা বলবেন না! ইউরোর ক্ল্যাসিক ফাইনালের আগে ইংলিশ কোচ স্পেন-চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, ‘তারা সেরা দল। আমাদের প্রথমেই তাদের কাছ থেকে বল নিয়ে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত