Ajker Patrika

রোনালদোদের শক্তিশালী ইউরো দল

আপডেট : ২১ মে ২০২১, ১৭: ২৪
রোনালদোদের শক্তিশালী ইউরো দল

ঢাকা: ইউরো শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ২৬ সদস্যের দলে সব পজিশনেই আছে সময়ের অন্যতম সেরা তারকারা।

ইউরোতে পর্তুগালের আক্রমণভাগ কেবল রোনালদো নির্ভর হচ্ছে না। ‘সিআর সেভেন’কে সঙ্গ দেওয়ার জন্য আছেন আতলেতিকো মাদ্রিদের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স। আরও আছেন লিভারপুলের হয়ে আলো ছড়ানো দিয়োগো জোতা। এই মৌসুমে বুন্দেসলিগায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে সর্বোচ্চ গোলদাতা আন্দ্রে সিলভাও আক্রমণভাগে শক্তি বাড়াবেন।

আক্রমণভাগের মতো পর্তুগালের রক্ষণও তারকা সমৃদ্ধ। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার নির্বাচিত হওয়া রুবেন দিয়াজ রক্ষণের বড় শক্তি। দিয়াজের ম্যানচেস্টার সিটির সতীর্থ জোয়াও ক্যানসেলা তো আছেনই, অভিজ্ঞ পেপেকেও পেছনে রাখা যাবে না। মাঝমাঠে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে পথ দেখানো ব্রুনো ফার্নান্দেজ। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফেভারিট তকমা পাওয়ার মতো দল নিয়েই মাঠে নামবে পর্তুগাল।

২০২০ ইউরোতে পর্তুগালের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক: 
অ্যান্থনি লোপেজ (লিওঁ), রুই প্যাত্রিসিও (উলভস), রুই সিলভা (গ্রানাদা)।
ডিফেন্ডার: 
জোয়াও ক্যানসেলো (ম্যান সিটি), নেলসন সেমেদাও (উলভস), জোসে ফন্তে (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াজ (ম্যান সিটি), নুনো মেন্দেজ (লিসবন), রাফায়েল গেরেরো (বরুসিয়া ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: 
দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পাউলিনিয়া (লিসবন), রুবেন নেভেস (উলভস), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানইউ), জোয়াও মুতিনিও (উলভস), রেনাতো সানচেস (লিল), সার্জিও অলিভিয়েরা (পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস)। 
ফরোয়ার্ড: 
ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), দিয়োগো জোতা (লিভারপুল), বের্নার্দো সিলভা (ম্যান সিটি), গনসালো গেদেস (ভ্যালেন্সিয়া), পেদ্রো গনকালভেস (লিসবন), আন্দ্রে সিলভা (ফ্রাঙ্কফুর্ট), রাফা সিলভা (বেনফিকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত