Ajker Patrika

নেইমারকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে পিএসজি!

আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ৪০
নেইমারকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে পিএসজি!

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায়ের পর থেকে আলোচনায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ম্যাচের পর ড্রেসিং রুমে বিতণ্ডায় জড়ান নেইমার ও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। নেইমার অবশ্য এই ঝগড়ার কথা অস্বীকার করেছেন। এই বিতর্ক থেকে বেরোনোর আগেই নেইমারের দুশ্চিন্তা বাড়াতে পারে আরেকটি খবর। নেইমারের ওপর বিরক্ত পিএসজি কর্তৃপক্ষ। আগামী মৌসুমেই নাকি তাঁকে বিক্রি করে দিতে চায় তারা।
 
নেইমারকে নিয়ে এই খবর দিয়েছেন বিখ্যাত ফরাসি সাংবাদিক রোমেইন মোলিনা। তাঁর দেওয়া খবর বলছে, কাতারি মালিকানাধীন ক্লাবটি নেইমারের ওপর চটে আছে। নেইমারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, তা-ও পূরণ হয়নি, যে কারণে মৌসুম শেষেই নেইমারকে বিক্রি করতে চায় ক্লাব। 

২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। নতুন করে দল করার পর থেকেই পিএসজির মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই লক্ষ্যে বছরের পর বছর অর্থ ঢেলেছে তারা। নেইমারের সঙ্গী হিসেবে তারা ক্লাবে আনে কিলিয়ান এমবাপ্পেকেও। তবু আসছিল না সাফল্য। 

গত দলবদলে লিওনেল মেসিকেও দলে নিয়ে আসে পিএসজি। কিন্তু মেসির আগমনও ইউরোপে সাফল্যের মুখ দেখাতে পারেনি পিএসজিকে। শেষ ষোলোতেই থেমে গেছে দলটির যাত্রা। এই অবস্থায় ক্লাব নিয়ে নতুন করে ভাবতেও শুরু করেছে কর্তৃপক্ষ, যার প্রথম ধাক্কাটা যেতে পারে নেইমারের ওপরেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত