Ajker Patrika

সৌদিতে রোনালদোর সময় তাহলে শেষ

ক্রীড়া ডেস্ক    
আল নাসরে রোনালদোর বেশি দিন থাকার সম্ভাবনা কমে যাচ্ছে। ছবি: এএফপি
আল নাসরে রোনালদোর বেশি দিন থাকার সম্ভাবনা কমে যাচ্ছে। ছবি: এএফপি

সৌদি আরবের আল নাসরে সময়টা ভালোই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। নিয়মিত গোল করছেন। সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। তবে এমন ছন্দে থাকা রোনালদোর আর বেশি দিন হয়তো সৌদি ক্লাবে থাকা হবে না।

আল নাসরে রোনালদোর থাকা নিয়ে অনিশ্চয়তা মূলত তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে ক্লাবটির পারফরম্যান্স। ৩০ এপ্রিল কাওয়াসাকির কাছে ৩-২ গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় আল নাসর। ঠিক তার এক সপ্তাহ পর একই (৩-২ গোলে) ব্যবধানে তারা সৌদি প্রো লিগে হেরে যায় আল ইত্তিহাদের কাছে। সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল নাসর হেরে যাওয়ার পর ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তি ঝুলে আছে মার্কার এক প্রতিবেদনে জানা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রোনালদো চুক্তি আরও দুই বছর বাড়াতে চেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরম্যান্সে আলোচনায় ছেদ পড়েছে।

২০২৪-২৫ মৌসুমে আল নাসরের জার্সিতে রোনালদো ৩৯ ম্যাচে করেছেন ৩৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। তবে তাঁর দলের অবস্থা তেমন একটা সুখকর নয়। এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর আল নাসরের আর শিরোপা জয়ের সম্ভাবনাও কম। আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় ৩০ ম্যাচ শেষে আল নাসরের ৬০ পয়েন্ট হয়েই রইল। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে। ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল ইত্তিহাদ। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল আহলি সৌদির পয়েন্ট ৬৫ ও ৬১। সবাই ৩০টি করে ম্যাচ খেলেছে।

সৌদি প্রো লিগে দলগুলোর প্রত্যেকে খেলবে ৩৪টি করে ম্যাচ। রোনালদোর দলের শিরোপা জিততে হলে হাতে থাকা চার ম্যাচের চারটিই জিততে হবে। সেক্ষেত্রে আল ইত্তিহাদের হাতে থাকা সবগুলো ম্যাচ হারতে হবে। যদি কোনো এক ম্যাচ তারা ড্র করে, সেক্ষেত্রে চলে আসবে গোল ব্যবধানের হিসেব। আর আল ইত্তিহাদ এক ম্যাচ জিতলে আল নাসরের শিরোপা জয়ের কোনো সুযোগই থাকবে না। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলোর একে অপরের বিপক্ষে কোনো ম্যাচ নেই। আর আল ইত্তিহাদের চ্যাম্পিয়ন হতে শেষ চার ম্যাচে প্রয়োজন ৭ পয়েন্ট।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে এসেছেন রোনালদো। ২৮ মাসে একমাত্র অর্জন ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা। এই সময়ে আল নাসরের জার্সিতে ১০৩ ম্যাচে করেছেন ৯১ গোল। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। শুধু রেকর্ডের পর রেকর্ড গড়া ছাড়া আর কিছুই আল নাসরে করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। আর এ বছরের ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে সেদিন জানিয়েছিলেন, চুক্তিটির ব্যাপারে বিস্তারিত কদিনের মধ্যেই জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত