Ajker Patrika

বিড়াল নয়, বার্সাকে সিংহরূপে দেখতে চান আনচেলত্তি

বিড়াল নয়, বার্সাকে সিংহরূপে দেখতে চান আনচেলত্তি

লা লিগায় এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এবং ইউরোপা লিগে জরাজীর্ণ পারফরম্যান্স দেখা গেলেও লিগে পা হড়কায়নি জাভির দলের। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ আছে কাতালান জায়ান্টরা। 

আগামীকাল মৌসুমের তৃতীয় এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের আরও কাছে যাওয়ার সুযোগ থাকছে রবার্ট লেভানডফস্কিদের। অন্যদিকে চ্যাম্পিয়ন লিগে উড়তে থাকা রিয়াল কাছে এই ম্যাচ ব্যবধান কমানোর। 

তবে জাভির শিষ্যদের সমীহ করেই কাতালোনিয়া যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘আগামীকাল তাদের সিংহের মতো দেখতে হবে, বিড়াল হিসেবে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং শেষ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে।’ 

ইদানীং এল ক্লাসিকো মানেই ভিনিসিয়াস জুনিয়র ও রোনাল্ড আরাউহোর ব্যক্তিগত লড়াইয়ের নিয়মিত চিত্র। দুর্দান্ত গতির সঙ্গে দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করতে ওস্তাদ রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনি। তবে বার্সা ডিফেন্ডার আরাউহোর বিপক্ষে ভুগতে দেখা যায় তাঁকে। 

গত ১২ এল ক্লাসিকোয় দুইবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস। আরাউহোর বিপক্ষে তাঁর পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ বলেন, ‘সে (আরাউহো) আমাদের খেলা কঠিন করে দেয়, কিন্তু ভিনি সব সময় ভিনিই। আগামীকালের ম্যাচেও তার তার সেরাটা দেখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত