লা লিগায় এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এবং ইউরোপা লিগে জরাজীর্ণ পারফরম্যান্স দেখা গেলেও লিগে পা হড়কায়নি জাভির দলের। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ আছে কাতালান জায়ান্টরা।
আগামীকাল মৌসুমের তৃতীয় এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের আরও কাছে যাওয়ার সুযোগ থাকছে রবার্ট লেভানডফস্কিদের। অন্যদিকে চ্যাম্পিয়ন লিগে উড়তে থাকা রিয়াল কাছে এই ম্যাচ ব্যবধান কমানোর।
তবে জাভির শিষ্যদের সমীহ করেই কাতালোনিয়া যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘আগামীকাল তাদের সিংহের মতো দেখতে হবে, বিড়াল হিসেবে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং শেষ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে।’
ইদানীং এল ক্লাসিকো মানেই ভিনিসিয়াস জুনিয়র ও রোনাল্ড আরাউহোর ব্যক্তিগত লড়াইয়ের নিয়মিত চিত্র। দুর্দান্ত গতির সঙ্গে দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করতে ওস্তাদ রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনি। তবে বার্সা ডিফেন্ডার আরাউহোর বিপক্ষে ভুগতে দেখা যায় তাঁকে।
গত ১২ এল ক্লাসিকোয় দুইবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস। আরাউহোর বিপক্ষে তাঁর পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ বলেন, ‘সে (আরাউহো) আমাদের খেলা কঠিন করে দেয়, কিন্তু ভিনি সব সময় ভিনিই। আগামীকালের ম্যাচেও তার তার সেরাটা দেখা যাবে।’
লা লিগায় এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এবং ইউরোপা লিগে জরাজীর্ণ পারফরম্যান্স দেখা গেলেও লিগে পা হড়কায়নি জাভির দলের। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ আছে কাতালান জায়ান্টরা।
আগামীকাল মৌসুমের তৃতীয় এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের আরও কাছে যাওয়ার সুযোগ থাকছে রবার্ট লেভানডফস্কিদের। অন্যদিকে চ্যাম্পিয়ন লিগে উড়তে থাকা রিয়াল কাছে এই ম্যাচ ব্যবধান কমানোর।
তবে জাভির শিষ্যদের সমীহ করেই কাতালোনিয়া যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘আগামীকাল তাদের সিংহের মতো দেখতে হবে, বিড়াল হিসেবে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং শেষ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে।’
ইদানীং এল ক্লাসিকো মানেই ভিনিসিয়াস জুনিয়র ও রোনাল্ড আরাউহোর ব্যক্তিগত লড়াইয়ের নিয়মিত চিত্র। দুর্দান্ত গতির সঙ্গে দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করতে ওস্তাদ রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনি। তবে বার্সা ডিফেন্ডার আরাউহোর বিপক্ষে ভুগতে দেখা যায় তাঁকে।
গত ১২ এল ক্লাসিকোয় দুইবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস। আরাউহোর বিপক্ষে তাঁর পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ বলেন, ‘সে (আরাউহো) আমাদের খেলা কঠিন করে দেয়, কিন্তু ভিনি সব সময় ভিনিই। আগামীকালের ম্যাচেও তার তার সেরাটা দেখা যাবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে