বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে