Ajker Patrika

ফাইনালে আজ বার্সেলোনাই ফেবারিট, তবে রিয়াল...

ক্রীড়া ডেস্ক    
ফাইনালে লড়তে প্রস্তুতি এমবাপ্পে-ইয়ামালরা। ছবি: এএফপি
ফাইনালে লড়তে প্রস্তুতি এমবাপ্পে-ইয়ামালরা। ছবি: এএফপি

আজ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্মকর্তারাও! কোপা দেল রের ফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই নিয়ে এমনিতেই সিবিএফের আগ্রহ থাকার কথা নয়! কিন্তু ইএসপিএন যা বলছে, তাতে এই ফাইনাল নিয়ে সিবিএফ কর্মকর্তাদের আগ্রহ তো আছেই, এই ফাইনালে একটা পক্ষও নিয়েছেন তাঁরা। তাঁদের পক্ষ বার্সেলোনা। কোপা দেল রের ফাইনাল কাতালান দলটি জিতে গেলে রিয়াল বরখাস্ত করতে পারে কার্লো আনচেলত্তিকে। সেটা হলে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে পাওয়াটা সহজ হবে সিবিএফের!

চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে রিয়াল ছিটকে পড়ায় এমনিতেই মিহি সুতোয় ঝুলছে আনচেলত্তির ভাগ্য। আজ কোপা দেল রের ফাইনালে রিয়াল হেরে গেলে সত্যি সত্যি বরখাস্ত হতে পারেন আনচেলত্তি।

আর রিয়ালের যে সাম্প্রতিক পারফরম্যান্স, তাতে আজকের ফাইনালে প্রাক্-লড়াইয়ে এগিয়ে বার্সেলোনাই। লা লিগায় রিয়ালের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখে শিরোপার দিকে এগোচ্ছে কাতালানরা। কোপা দেল রের সেমিফাইনালের কথাই ধরা যাক না, যেখানে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে বার্সা। আর ফাইনালে উঠতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আনচেলত্তির দলকে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে আন্তোনিও রুডিগার গোল না করলে অন্যরকমও হতে পারত ম্যাচের ফল।

বার্সাকে এগিয়ে রাখার কারণ আছে আরও। এ মৌসুমেই দুটি এল ক্লাসিকোর দুটোতেই জিতেছে বার্সেলোনা। গত বছর অক্টোবরে লা লিগায় রিয়ালের ঘরের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল বার্সেলোনা। আর গত জানুয়ারিতে মরুর দেশ সৌদি আরবে হওয়া স্প্যানিশ সুপার কাপে বার্সা জিতেছিল ৫-২ গোলে; যা ছিল কোচ হান্সি ফ্লিকের অধীনে বার্সার প্রথম শিরোপা।

সব মিলিয়ে আজকের ফাইনালে বার্সেলোনাকেই ফেবারিট মানছেন রিয়াল কোচ আনচেলত্তিও। লিগে হেতাফের বিপক্ষে জয়ের পর কোপা দেল রের ফাইনাল সম্পর্কিত এক প্রশ্নে তিনি বলেছিলেন, ‘এই ম্যাচে একটি দল (বার্সেলোনা) হয়তো ফেবারিট। তবে ফাইনাল ম্যাচ মানে ফাইনালই। যেকোনো কিছুই হতে পারে এখানে।’

‘যেকোনো কিছু’ হওয়ার জন্য রিয়ালকে কী করতে হবে, সেটাও ভেবে রেখেছেন আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোরা একসঙ্গে যখন খেলেন, তখন কেন যেন রক্ষণ হয়ে পড়ে নড়বড়ে। তাই আনচেলত্তি বলেই দিলেন, ‘রক্ষণে আরও ভালো হতে হবে আমাদের।’ সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও ‘দলটি রিয়াল’, এটা মাথায় রেখেই খেলবেন হান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনা কোচ বললেন, ‘রিয়াল দারুণ একটা দল আর তাদের কোচ বিশ্বের সেরাদের একজন...সবকিছুই জিতেছেন। তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে আমার। আর শনিবারের ফাইনালটা শুধু রিয়ালের বিপক্ষেই নয়, কার্লোর (আনচেলত্তি) বিপক্ষেও।’

লিগ শিরোপা জয়ে বার্সেলোনার (২৭) চেয়ে রিয়াল (৩৬) এগিয়ে থাকলেও কোপা দেল রের শিরোপা জয়ে এগিয়ে বার্সেলোনাই। বার্সেলোনা যেখানে এই টুর্নামেন্ট জিতেছে ৩১ বার, সেখানে রিয়াল মাত্র ২০ বার। আজ সংখ্যাটা বেড়ে বার্সার ৩২ হবে নাকি রিয়ালের ২১?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত