মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি এক গুরুতর অভিযোগ তুলেছেন পিএসজির ওপর। তিনি জানিয়েছেন, ইতালিয়ান মিডফিল্ডারের বার্সেলোনায় যাওয়া ঠেকাতে ‘ব্ল্যাকমেল’-এর পথ বেছে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
বর্তমানে ভেরাত্তির এজেন্ট হিসেবে আর কাজ করেন না দি ক্যাম্পলি। তবে তাঁর দাবি, ভেরাত্তি প্যারিস ছাড়তে চেয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তিতে বেশ এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা।
দি ক্যাম্পলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, সম্প্রতি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিয়ে আলাপ-আলোচনা হতে দেখে। ফরাসি তারকার দিকে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও পিএসজিতে আর থাকতে চান না।
২৪ বছর বয়সী তারকার এমন অবস্থা দেখে দি ক্যাম্পলি জানান, ২০১৭ সালে ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে এমনটি হলে পিএসজি জানায়, ইতালিয়ান মিডফিল্ডার তাকে ছেড়ে দেবেন। এজেন্ট পাল্টাবেন। ৬ বছর আগের সেই কথা স্মরণ করে দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, ‘প্যারিসে খেলোয়াড়েরা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কি চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেল করা হয়।’
এই এজেন্ট আরও বলেছেন, ‘পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না। এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।’
মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি এক গুরুতর অভিযোগ তুলেছেন পিএসজির ওপর। তিনি জানিয়েছেন, ইতালিয়ান মিডফিল্ডারের বার্সেলোনায় যাওয়া ঠেকাতে ‘ব্ল্যাকমেল’-এর পথ বেছে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
বর্তমানে ভেরাত্তির এজেন্ট হিসেবে আর কাজ করেন না দি ক্যাম্পলি। তবে তাঁর দাবি, ভেরাত্তি প্যারিস ছাড়তে চেয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তিতে বেশ এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা।
দি ক্যাম্পলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, সম্প্রতি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিয়ে আলাপ-আলোচনা হতে দেখে। ফরাসি তারকার দিকে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও পিএসজিতে আর থাকতে চান না।
২৪ বছর বয়সী তারকার এমন অবস্থা দেখে দি ক্যাম্পলি জানান, ২০১৭ সালে ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে এমনটি হলে পিএসজি জানায়, ইতালিয়ান মিডফিল্ডার তাকে ছেড়ে দেবেন। এজেন্ট পাল্টাবেন। ৬ বছর আগের সেই কথা স্মরণ করে দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, ‘প্যারিসে খেলোয়াড়েরা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কি চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেল করা হয়।’
এই এজেন্ট আরও বলেছেন, ‘পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না। এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।’
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে