Ajker Patrika

মেসি-রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের লড়াইয়ে যাঁরা

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ০১
মেসি-রোনালদোর সঙ্গে ব্যালন ডি’অরের লড়াইয়ে যাঁরা

ব্যালন ডি’অরের পুরস্কার ঘোষণার আরও প্রায় দুই মাস বাকি। তার আগে ভোটাভুটির জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পেয়েছে। অনুমিতভাবে এই তালিকায় আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। 

ব্যালন ডি অরের তালিকায় মেসি-রোনালদো পরিচিত মুখ। তবে এবার চমক হয়ে এসেছেন পেদ্রি রদ্রিগেজ। ১৮ বছর বয়সেই ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ এই মিডফিল্ডার। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেলেন তিনি। 

করোনা মহামারিতে গত বছর দেওয়া হয়নি ব্যালন ডি’অর পুরস্কার। এক বছর বিরতি দিয়ে আবার চালু হয়েছে পুরস্কারটি। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে কিছুটা এগিয়ে আছেন মেসি। গত জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন। ৪ গোলের সঙ্গে পাঁচটি এসিস্ট আর্জেন্টাইন অধিনায়ককে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে! এ ছাড়া ক্লাব ফুটবলেও জিতেছেন রেকর্ড অষ্টমবারের মতো পিচিচি ট্রফি। 

মেসির পাশাপাশি ভালো সম্ভাবনা আছে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির। পোল্যান্ডের হয়ে সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে দারুণ ধারাবাহিক এই স্ট্রাইকার। গত মৌসুমে বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ২০২০ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা এ ফুটবলার। সম্ভাবনা আছে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এনগলু কান্তে ও জর্জিনিওরও। 

তালিকায় সবচেয়ে বেশি পাঁচজন করে মনোনয়ন পেয়েছেন ম্যানচেস্টার সিটি ও চেলসি থেকে। একমাত্র গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। আগামী ২৯ নভেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত