Ajker Patrika

এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১: ০৯
এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির দায়ভার কাঁধে নিয়ে কোচ তিতের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রামন মেনেজেস। কিন্তু বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো হয়নি তাঁর। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে তাঁর দল। এতে বাজে অভিজ্ঞতায় সেলেসাওদের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে মেনেজেসের। 

অন্তর্বর্তীকালীন কোচ হওয়ায় ব্রাজিলের ডাগআউটে খুব বেশি দিন দেখা যাবে না মেনেজেসকে এটা সবার জানা। এতে নেইমারদের স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ। অনেকের সঙ্গে গুঞ্জন হিসেবে শোনা গিয়েছে কার্লো আনচেলত্তির নাম। ব্রাজিলের ডাগআউটে রিয়াল মাদ্রিদের কোচের দাঁড়ানোর সম্ভাবনা বেশি বলে কিছুদিন আগে জানিয়েছিলেন সেলেসাওদের গোলরক্ষক এডারসনও। এবার সেই গুঞ্জনে যোগ দিয়েছেন খোদ ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। 

ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনের সুরেই কথা বলেছেন রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেছেন, ‘আনচেলত্তি এমন একজন কোচ তাঁকে শুধু ব্রাজিল সমর্থকেরা নয়, খেলোয়াড়রাও চায়। ব্রাজিলের যেখানেই যাই না কেন প্রত্যেক স্টেডিয়ামে কোচ হিসেবে সমর্থকেরা তাঁকেই চায়।’ 

মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগেও ড্রেসিংরুমে আলোচনার প্রধান বিষয় ছিল আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং কাসিমেরোরা এই ইতালিয়ান কোচের অধীনে জাতীয় দলে খেলার আগ্রহ জানিয়েছেন বলে শোনা গেছে। তাই ব্রাজিল সমর্থকদের আশার কথা জানিয়ে রদ্রিগেজ বলেছেন, ‘সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং আমরা দেখব তাঁকে কোচ হিসেবে আনতে পারি কি না।’ বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আনচেলত্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত