Ajker Patrika

এবার আর্জেন্টিনা ম্যাচের টিকিটের কাটতি সবচেয়ে বেশি

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭: ০৬
এবার আর্জেন্টিনা ম্যাচের টিকিটের কাটতি সবচেয়ে বেশি

দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে সমর্থকদের উন্মাদনার একটা বড় অংশ জুড়ে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা। এদিকে আবার লিওনেল মেসির এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই  আর্জেন্টিনার ম্যাচগুলো সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে চায় তারা। আর্জেন্টিনা ম্যাচের টিকিটের কাটতিই তাই এবার সবচেয়ে বেশি। 

গতকাল শুক্রবার বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্যই সবচেয়ে বেশি  সমর্থকদের আবেদন পড়েছে। ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ সিতে আছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। এই তিন দলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে  শীর্ষে রয়েছে। তাছাড়া  ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত