ক্রীড়া ডেস্ক
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?
দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’
যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?
দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’
যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে