ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার আগে দল দুটি পেয়েছে সুখবর। ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর আর্জেন্টিনা দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গত দুই ম্যাচে খেলতে পারেননি ভিনি। পুরোপুরি ফিট হয়ে সবশেষ রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন এই উইঙ্গার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য বেশ স্বস্তির খবরও এটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ গত অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন আচরণবিধি ভাঙায়। সেই নিষেধাজ্ঞা শেষে আবারও দলে ফিরেছেন তিনি।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে রাত ৩টায় ভেনেজুয়েলার সঙ্গে খেলবে ব্রাজিল। ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪৫ মিনিট পরেই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিন ও চারে আছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
প্যারাগুয়ে ও পেরুকে হারাতে পারলে অনেকটাই কোয়ালিফাই করার কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। আর তাদের মূল ভরসা লিওনেল মেসি। অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছিলেন। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনার জন্য প্যারাগুয়ের চ্যালেঞ্জ সামলানো অবশ্য সহজ হবে না। এ বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়া কোচ গুস্তাভো আলফারোর অধীনে এখন পর্যন্ত হারেনি তারা। এই আর্জেন্টাইন কোচের অধীনে গত সেপ্টেম্বরেই পারাগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে।
তবে লিওনেল স্কালোনির দলে দুঃসংবাদও আছে। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার আগে দল দুটি পেয়েছে সুখবর। ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর আর্জেন্টিনা দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গত দুই ম্যাচে খেলতে পারেননি ভিনি। পুরোপুরি ফিট হয়ে সবশেষ রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন এই উইঙ্গার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য বেশ স্বস্তির খবরও এটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ গত অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন আচরণবিধি ভাঙায়। সেই নিষেধাজ্ঞা শেষে আবারও দলে ফিরেছেন তিনি।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে রাত ৩টায় ভেনেজুয়েলার সঙ্গে খেলবে ব্রাজিল। ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪৫ মিনিট পরেই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিন ও চারে আছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
প্যারাগুয়ে ও পেরুকে হারাতে পারলে অনেকটাই কোয়ালিফাই করার কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। আর তাদের মূল ভরসা লিওনেল মেসি। অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছিলেন। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনার জন্য প্যারাগুয়ের চ্যালেঞ্জ সামলানো অবশ্য সহজ হবে না। এ বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়া কোচ গুস্তাভো আলফারোর অধীনে এখন পর্যন্ত হারেনি তারা। এই আর্জেন্টাইন কোচের অধীনে গত সেপ্টেম্বরেই পারাগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে।
তবে লিওনেল স্কালোনির দলে দুঃসংবাদও আছে। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে