নানা নাটকীয়তায় বার্সেলোনা ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। থাকতে পারেননি আরেক ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। দল বদলের শেষ দিনে তাঁকে পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদে ধারে পাঠিয়েছে বার্সা। দলের দুই বড় তারকাকে ছাড়াই এ মৌসুমে বড় কিছুর স্বপ্ন দেখছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
এই মুহূর্তে দলে যাঁরা আছেন তাঁদের নিয়েই স্বপ্ন বুনছেন কোমান। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা কোচ বলেছেন, ‘মেসির চলে যাওয়াটা বড় ধাক্কা। তবে আমাদের এখনো বেশ সমৃদ্ধ একটি স্কোয়াড রয়েছে। দলের মূল খেলোয়াড়েরা যদি পুরো মৌসুম চোটমুক্ত থাকে, তাহলে আমরা বড় কিছু করতে পারি।’
স্কোয়াড নিয়ে মৌসুমের শুরু থেকে আত্মবিশ্বাসের কথা জানিয়ে আসছেন কোমান। আরেকবার জানালেন, এই দল নিয়েই তিনি স্বপ্ন দেখছেন, ‘আমাদের দুর্দান্ত একটি দল আছে। আমাদের বাস্তববাদী হতে হবে। মৌসুমটা কঠিন হবে, কিন্তু আমি আশাবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী।’
মেসি-গ্রিজমানের মতো তারকারা চলে গেলেও এই মৌসুমে বার্সা নতুন করে চুক্তি করেছে সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়া, মেমফিস ডিপাইয়ের সঙ্গে। সেভিয়া থেকে এক বছরের জন্য ধারে খেলতে এসেছেন ফরোয়ার্ড লুক ডি ইয়ং। এখন পর্যন্ত শুরুটা দারুণ করেছেন ডাচ ফরোয়ার্ড ডিপাই।
বিশ্বকাপ বাছাইয়ের বিরতির আগে বার্সার হয়ে লা লিগায় তিন ম্যাচে দুই গোল করেন ডিপাই। কোমান প্রশংসার বন্যায় ভাসালেন ২৭ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে। ৫৮ বছর বয়সী এই স্বদেশি কোচের মতে, ‘মেমফিসের সামর্থ্য রয়েছে বার্সেলোনায় ইতিহাস গড়ার। মেমফিস বার্সায় একটি যুগের প্রতিনিধিত্ব করতে পারে, তার মধ্যে এমন কিছু আছে, যা এখানে সফলতা অর্জনের জন্য অপরিহার্য। তার মধ্যে ভিন্ন কিছু আছে এবং তার এখানে থাকার চ্যালেঞ্জে সত্যিই অনুপ্রাণিত।’
নানা নাটকীয়তায় বার্সেলোনা ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। থাকতে পারেননি আরেক ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। দল বদলের শেষ দিনে তাঁকে পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদে ধারে পাঠিয়েছে বার্সা। দলের দুই বড় তারকাকে ছাড়াই এ মৌসুমে বড় কিছুর স্বপ্ন দেখছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
এই মুহূর্তে দলে যাঁরা আছেন তাঁদের নিয়েই স্বপ্ন বুনছেন কোমান। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা কোচ বলেছেন, ‘মেসির চলে যাওয়াটা বড় ধাক্কা। তবে আমাদের এখনো বেশ সমৃদ্ধ একটি স্কোয়াড রয়েছে। দলের মূল খেলোয়াড়েরা যদি পুরো মৌসুম চোটমুক্ত থাকে, তাহলে আমরা বড় কিছু করতে পারি।’
স্কোয়াড নিয়ে মৌসুমের শুরু থেকে আত্মবিশ্বাসের কথা জানিয়ে আসছেন কোমান। আরেকবার জানালেন, এই দল নিয়েই তিনি স্বপ্ন দেখছেন, ‘আমাদের দুর্দান্ত একটি দল আছে। আমাদের বাস্তববাদী হতে হবে। মৌসুমটা কঠিন হবে, কিন্তু আমি আশাবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী।’
মেসি-গ্রিজমানের মতো তারকারা চলে গেলেও এই মৌসুমে বার্সা নতুন করে চুক্তি করেছে সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়া, মেমফিস ডিপাইয়ের সঙ্গে। সেভিয়া থেকে এক বছরের জন্য ধারে খেলতে এসেছেন ফরোয়ার্ড লুক ডি ইয়ং। এখন পর্যন্ত শুরুটা দারুণ করেছেন ডাচ ফরোয়ার্ড ডিপাই।
বিশ্বকাপ বাছাইয়ের বিরতির আগে বার্সার হয়ে লা লিগায় তিন ম্যাচে দুই গোল করেন ডিপাই। কোমান প্রশংসার বন্যায় ভাসালেন ২৭ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে। ৫৮ বছর বয়সী এই স্বদেশি কোচের মতে, ‘মেমফিসের সামর্থ্য রয়েছে বার্সেলোনায় ইতিহাস গড়ার। মেমফিস বার্সায় একটি যুগের প্রতিনিধিত্ব করতে পারে, তার মধ্যে এমন কিছু আছে, যা এখানে সফলতা অর্জনের জন্য অপরিহার্য। তার মধ্যে ভিন্ন কিছু আছে এবং তার এখানে থাকার চ্যালেঞ্জে সত্যিই অনুপ্রাণিত।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৬ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৬ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৮ ঘণ্টা আগে