লিওনেল মেসি পরবর্তী যুগে গতকাল রোববার রাতে প্রথমবার বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন আনসু ফাতি। তাঁকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদও ছিল চূড়ায়। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছে স্প্যানিশ ক্লাবটি।
লেভান্তের বিপক্ষে ফাতি মাঠে নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ৩২২ দিন পর মাঠে ফিরে দলের তিন গোলের শেষটি করেছেন এই ফরোয়ার্ড। বার্সার মূল দলে পথচলা শুরুতেই সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসির মতো একজনকে। মাঝের ১০ মাসে অবশ্য বদলে গেছে চিত্র। মেসি বার্সা ছেড়েছেন। বার্সায় মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি উঠেছে ফাতির গায়ে।
নিশ্চিতভাবেই ব্যাপারটা ফাতির জন্য বেশ সম্মানের। একই সঙ্গে চাপেরও বটে। তবে ফাতি জানালেন, তেমন কোনো চাপ অনুভব করছেন না তিনি। মেসির ১০ নম্বর জার্সি পরা আলাদা চাপের কি না এমন প্রশ্নে ফাতির উত্তর, ‘১০ নম্বর জার্সি চাপ নয়। লিওর পর এটি পরাটা সম্মানজনক। ক্লাব ও অধিনায়কদের ধন্যবাদ।’
মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সার। টানা তিন ম্যাচ হারের পর গতরাতে লেভান্তের বিপক্ষে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। চোট কাটিয়ে ফাতি ফেরায় নতুন করে আশা দেখছে বার্সা সমর্থকেরা। ফাতি বলেছেন, ‘আমি (দলের) আরও একজন সদস্য মাত্র। কোচ খেলার সুযোগ দিলে আমি দলকে সহায়তা করার চেষ্টা করব। আমি পরিশ্রম করে যাব। মৌসুম অনেক দীর্ঘ পথ। আমাদের সবকিছুর জন্য লড়াই করতে হবে।’
লিওনেল মেসি পরবর্তী যুগে গতকাল রোববার রাতে প্রথমবার বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন আনসু ফাতি। তাঁকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদও ছিল চূড়ায়। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছে স্প্যানিশ ক্লাবটি।
লেভান্তের বিপক্ষে ফাতি মাঠে নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ৩২২ দিন পর মাঠে ফিরে দলের তিন গোলের শেষটি করেছেন এই ফরোয়ার্ড। বার্সার মূল দলে পথচলা শুরুতেই সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসির মতো একজনকে। মাঝের ১০ মাসে অবশ্য বদলে গেছে চিত্র। মেসি বার্সা ছেড়েছেন। বার্সায় মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি উঠেছে ফাতির গায়ে।
নিশ্চিতভাবেই ব্যাপারটা ফাতির জন্য বেশ সম্মানের। একই সঙ্গে চাপেরও বটে। তবে ফাতি জানালেন, তেমন কোনো চাপ অনুভব করছেন না তিনি। মেসির ১০ নম্বর জার্সি পরা আলাদা চাপের কি না এমন প্রশ্নে ফাতির উত্তর, ‘১০ নম্বর জার্সি চাপ নয়। লিওর পর এটি পরাটা সম্মানজনক। ক্লাব ও অধিনায়কদের ধন্যবাদ।’
মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সার। টানা তিন ম্যাচ হারের পর গতরাতে লেভান্তের বিপক্ষে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। চোট কাটিয়ে ফাতি ফেরায় নতুন করে আশা দেখছে বার্সা সমর্থকেরা। ফাতি বলেছেন, ‘আমি (দলের) আরও একজন সদস্য মাত্র। কোচ খেলার সুযোগ দিলে আমি দলকে সহায়তা করার চেষ্টা করব। আমি পরিশ্রম করে যাব। মৌসুম অনেক দীর্ঘ পথ। আমাদের সবকিছুর জন্য লড়াই করতে হবে।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৪ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৪ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৫ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৬ ঘণ্টা আগে