Ajker Patrika

নিউক্যাসল ইউনাইটেডে খেলতে পারেন রোনালদো!

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২২: ০৬
নিউক্যাসল ইউনাইটেডে খেলতে পারেন রোনালদো!

পারিশ্রমিকের রেকর্ড বুক উল্টেপাল্টে নিজের নাম লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দেওয়ার পরই শুরু হয়েছে আলোচনা—প্রতি ম্যাচে কত টাকা পারিশ্রমিক পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি টাকার অঙ্ক প্রতি সেকেন্ডে কত আসে, তা নিয়েও আলোচনা হয়েছে। 

বিপুল অঙ্কের সম্মানীতে ক্লাবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী পরিচিতিও পেয়েছে আল নাসরের জনপ্রিয়তা। অন্যদিকে সমালোচনাও হচ্ছে ইউরোপের ক্লাব ছেড়ে এশিয়ার দেশে খেলতে আসায়। রোনালদোই কি মানতে পারবেন তাঁর প্রতিযোগীরা ইউরোপিয়ান ট্রফি উঁচিয়ে ধরলে? তাই নতুন ক্লাবের সঙ্গে চুক্তিতে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ এখনো রেখে দিয়েছেন রোনালদো। আর সেটা খেলতে পারেন সৌদি আরবের মালিকানাধীন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের হয়ে।

আল নাসরের সঙ্গে চুক্তিতে এক বিশেষ শর্ত যোগ করা হয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। সেই শর্তে উল্লেখ রয়েছে, আগামী মৌসুমে যদি নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারে, তাহলে সিআর সেভেনকে আবারও ইউরোপের মাঠে দেখা যেতে পারে। তবে সেটা পারমানেন্ট কোনো চুক্তিতে নয়।

নিউক্যাসল ইউনাইটেড চাইলেই আল নাসরে থেকে ধারে নিতে পারবে পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারকে। তবে সবকিছুর আগে সেই চমকটা দেখাতে হবে নিউক্যাসল ইউনাইটেডকে। সে লক্ষ্যে অবশ্য তারা ভালোভাবেই রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে ৯ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগের মৌসুম শেষে শীর্ষ চার দল সরাসরি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত