পারিশ্রমিকের রেকর্ড বুক উল্টেপাল্টে নিজের নাম লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দেওয়ার পরই শুরু হয়েছে আলোচনা—প্রতি ম্যাচে কত টাকা পারিশ্রমিক পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি টাকার অঙ্ক প্রতি সেকেন্ডে কত আসে, তা নিয়েও আলোচনা হয়েছে।
বিপুল অঙ্কের সম্মানীতে ক্লাবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী পরিচিতিও পেয়েছে আল নাসরের জনপ্রিয়তা। অন্যদিকে সমালোচনাও হচ্ছে ইউরোপের ক্লাব ছেড়ে এশিয়ার দেশে খেলতে আসায়। রোনালদোই কি মানতে পারবেন তাঁর প্রতিযোগীরা ইউরোপিয়ান ট্রফি উঁচিয়ে ধরলে? তাই নতুন ক্লাবের সঙ্গে চুক্তিতে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ এখনো রেখে দিয়েছেন রোনালদো। আর সেটা খেলতে পারেন সৌদি আরবের মালিকানাধীন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের হয়ে।
আল নাসরের সঙ্গে চুক্তিতে এক বিশেষ শর্ত যোগ করা হয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। সেই শর্তে উল্লেখ রয়েছে, আগামী মৌসুমে যদি নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারে, তাহলে সিআর সেভেনকে আবারও ইউরোপের মাঠে দেখা যেতে পারে। তবে সেটা পারমানেন্ট কোনো চুক্তিতে নয়।
নিউক্যাসল ইউনাইটেড চাইলেই আল নাসরে থেকে ধারে নিতে পারবে পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারকে। তবে সবকিছুর আগে সেই চমকটা দেখাতে হবে নিউক্যাসল ইউনাইটেডকে। সে লক্ষ্যে অবশ্য তারা ভালোভাবেই রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে ৯ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগের মৌসুম শেষে শীর্ষ চার দল সরাসরি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে।
পারিশ্রমিকের রেকর্ড বুক উল্টেপাল্টে নিজের নাম লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দেওয়ার পরই শুরু হয়েছে আলোচনা—প্রতি ম্যাচে কত টাকা পারিশ্রমিক পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি টাকার অঙ্ক প্রতি সেকেন্ডে কত আসে, তা নিয়েও আলোচনা হয়েছে।
বিপুল অঙ্কের সম্মানীতে ক্লাবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী পরিচিতিও পেয়েছে আল নাসরের জনপ্রিয়তা। অন্যদিকে সমালোচনাও হচ্ছে ইউরোপের ক্লাব ছেড়ে এশিয়ার দেশে খেলতে আসায়। রোনালদোই কি মানতে পারবেন তাঁর প্রতিযোগীরা ইউরোপিয়ান ট্রফি উঁচিয়ে ধরলে? তাই নতুন ক্লাবের সঙ্গে চুক্তিতে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ এখনো রেখে দিয়েছেন রোনালদো। আর সেটা খেলতে পারেন সৌদি আরবের মালিকানাধীন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের হয়ে।
আল নাসরের সঙ্গে চুক্তিতে এক বিশেষ শর্ত যোগ করা হয়েছে বলে দাবি করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। সেই শর্তে উল্লেখ রয়েছে, আগামী মৌসুমে যদি নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পারে, তাহলে সিআর সেভেনকে আবারও ইউরোপের মাঠে দেখা যেতে পারে। তবে সেটা পারমানেন্ট কোনো চুক্তিতে নয়।
নিউক্যাসল ইউনাইটেড চাইলেই আল নাসরে থেকে ধারে নিতে পারবে পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারকে। তবে সবকিছুর আগে সেই চমকটা দেখাতে হবে নিউক্যাসল ইউনাইটেডকে। সে লক্ষ্যে অবশ্য তারা ভালোভাবেই রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে ৯ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগের মৌসুম শেষে শীর্ষ চার দল সরাসরি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৭ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৮ ঘণ্টা আগে