নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়ম অনুযায়ী বাংলাদেশ-নেপাল ম্যাচটি ফিফার প্রীতি ম্যাচ। দুই প্রীতি ম্যাচের জন্য আবার ট্রফিও আছে। ট্রফি থাকায় বাংলাদেশ-নেপাল সিরিজে কোনো ফল না হলে ৯০ মিনিট শেষে খেলা গড়াবে টাইব্রেকারে। শেষ পর্যন্ত হলোও তাই। টাইব্রেকারে গিয়ে নেপালের কাছে শেষে ট্রফি হারাল বাংলাদেশ।
বৃহস্পতিবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে গোল পায়নি কোনো দলই। খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে যেহেতু সিরিজ, দুই দলের সমঝোতা অনুযায়ী ৯০ মিনিট শেষ হতেই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের টাইব্রেকারে হার ৪-২ ব্যবধানে। স্বাগতিকদের হয়ে শট জালে ব্যর্থ হয়েছেন শিউলি আজিম ও মারিয়া মান্দা। ফিফার নিয়ম অনুযায়ী অবশ্য দুই খেলার ফল থাকবে অমীমাংসিতই।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গোল করতে পারেনি কোনো দলই। তৈরি করতে পারেনি পরিষ্কার কোনো সুযোগও। অথচ খেলার শুরুতে মনে হচ্ছিল প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে মোড়ক থেকে বের হয়ে দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবল উপহার দেবে দুই দল।
আজ ম্যাচের ৪ মিনিটেই নেপালের ক্রসবার কাঁপান সাবিনা খাতুন। মণিকা চাকমার ফ্রি-কিক ধরে সাবিনার শটে নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা হার মানলেও শট থেকে ক্রসবারে।
নেপালের পাল্টা জবাব দুই মিনিট পরেই। বক্সের বাইরে থেকে সাবিত্রা ভান্ডারির শট হেডে বিপদমুক্ত করেন মাসুরা পারভিন।
প্রথমার্ধের শেষ হওয়ার এক মিনিট আগে এই সাবিত্রাই আবারও পরীক্ষা নিলেন বাংলাদেশের রক্ষণের। স্বাগতিক দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মুখ থেকে মাটি কামড়ানো শট নেন সাবিত্রা। গোলরক্ষক রুপনা চাকমা দ্বিতীয় প্রচেষ্টায় ঠেকান সেই শট।
প্রথমার্ধে বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে আক্রমণভাগে গতি ফেরাতে দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনে। কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সানজিদা আক্তারের পরিবর্তে মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা ও ঋতুপর্ণা চাকমা নামেন মাঠে। এই অর্ধে খেলায় গতি থাকলেও ৯০ মিনিট পর্যন্ত বলার মতো কোনো আক্রমণই গড়তে পারেনি দুই দল। খেলার শেষ দিকে নেপালের গোলরক্ষক পরিবর্তনেই বোঝা গেল গত সেপ্টেম্বরে সাফের হারের শোধ নিতে মরিয়া দেশটি।
টাইব্রেকারে প্রথম শটে গোল পেয়েছে দুই দলই। দ্বিতীয় শটে এসে তাল পাকালেন বাংলাদেশের শিউলি আজিম। তার শট ঠেকালেন নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের তৃতীয় শটে মারিয়া মান্দাও শট জালে ঠেলতে ব্যর্থ। নেপালি গোলরক্ষক রানা মাগার নিজে শট নিয়ে সাইড বারে মারলেও দুই শট ঠেকিয়ে জিতিয়েছেন নেপালকে।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ-নেপাল ম্যাচটি ফিফার প্রীতি ম্যাচ। দুই প্রীতি ম্যাচের জন্য আবার ট্রফিও আছে। ট্রফি থাকায় বাংলাদেশ-নেপাল সিরিজে কোনো ফল না হলে ৯০ মিনিট শেষে খেলা গড়াবে টাইব্রেকারে। শেষ পর্যন্ত হলোও তাই। টাইব্রেকারে গিয়ে নেপালের কাছে শেষে ট্রফি হারাল বাংলাদেশ।
বৃহস্পতিবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে গোল পায়নি কোনো দলই। খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে যেহেতু সিরিজ, দুই দলের সমঝোতা অনুযায়ী ৯০ মিনিট শেষ হতেই খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে বাংলাদেশের টাইব্রেকারে হার ৪-২ ব্যবধানে। স্বাগতিকদের হয়ে শট জালে ব্যর্থ হয়েছেন শিউলি আজিম ও মারিয়া মান্দা। ফিফার নিয়ম অনুযায়ী অবশ্য দুই খেলার ফল থাকবে অমীমাংসিতই।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গোল করতে পারেনি কোনো দলই। তৈরি করতে পারেনি পরিষ্কার কোনো সুযোগও। অথচ খেলার শুরুতে মনে হচ্ছিল প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে মোড়ক থেকে বের হয়ে দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবল উপহার দেবে দুই দল।
আজ ম্যাচের ৪ মিনিটেই নেপালের ক্রসবার কাঁপান সাবিনা খাতুন। মণিকা চাকমার ফ্রি-কিক ধরে সাবিনার শটে নেপাল গোলরক্ষক আনজিলা সুব্বা হার মানলেও শট থেকে ক্রসবারে।
নেপালের পাল্টা জবাব দুই মিনিট পরেই। বক্সের বাইরে থেকে সাবিত্রা ভান্ডারির শট হেডে বিপদমুক্ত করেন মাসুরা পারভিন।
প্রথমার্ধের শেষ হওয়ার এক মিনিট আগে এই সাবিত্রাই আবারও পরীক্ষা নিলেন বাংলাদেশের রক্ষণের। স্বাগতিক দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের মুখ থেকে মাটি কামড়ানো শট নেন সাবিত্রা। গোলরক্ষক রুপনা চাকমা দ্বিতীয় প্রচেষ্টায় ঠেকান সেই শট।
প্রথমার্ধে বাংলাদেশের ম্যাড়ম্যাড়ে আক্রমণভাগে গতি ফেরাতে দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনে। কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সানজিদা আক্তারের পরিবর্তে মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা ও ঋতুপর্ণা চাকমা নামেন মাঠে। এই অর্ধে খেলায় গতি থাকলেও ৯০ মিনিট পর্যন্ত বলার মতো কোনো আক্রমণই গড়তে পারেনি দুই দল। খেলার শেষ দিকে নেপালের গোলরক্ষক পরিবর্তনেই বোঝা গেল গত সেপ্টেম্বরে সাফের হারের শোধ নিতে মরিয়া দেশটি।
টাইব্রেকারে প্রথম শটে গোল পেয়েছে দুই দলই। দ্বিতীয় শটে এসে তাল পাকালেন বাংলাদেশের শিউলি আজিম। তার শট ঠেকালেন নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের তৃতীয় শটে মারিয়া মান্দাও শট জালে ঠেলতে ব্যর্থ। নেপালি গোলরক্ষক রানা মাগার নিজে শট নিয়ে সাইড বারে মারলেও দুই শট ঠেকিয়ে জিতিয়েছেন নেপালকে।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে