সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না এভারটনের। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আরও এক ঘটনায় দুসংবাদ শুনল ইংলিশ ক্লাবটি। ৪৮০০ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হওয়ায় অভিযুক্ত করা হয়েছে এভারটনকে।
গত মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙার অভিযোগে এভারটনকে অভিযুক্ত করা হয়েছে। গত তিন বছরে এভারটনের ৩৭১.৮ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৪৭৮২ কোটি ২৭ লাখ টাকা) ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে এক স্বাধীন কমিশন। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, ‘প্রিমিয়ার লিগের নিয়ম ডব্লিউ.৮২. ১ অনুযায়ী, লিগের লাভজনক এবং স্থায়িত্বের নিয়ম লঙ্ঘন করেছে এভারটন ফুটবল ক্লাব। যে সময়ের মূল্যায়নের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, তা হলো ২০২১-২২ মৌসুমের শেষের দিকে।’ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কমপক্ষে গত তিন বছরে ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড (১৩৫০ কোটি ৫৬ লাখ টাকা) ক্ষতির পরিমাণ হলেও মেনে নেওয়া যেত।
ইংলিশ প্রিমিয়ার লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই এভারটন। ২৮ ম্যাচে ৬ জয়, ১৪ পরাজয় ও ৮ ড্রতে ২৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ইউনাইটেড।
সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না এভারটনের। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আরও এক ঘটনায় দুসংবাদ শুনল ইংলিশ ক্লাবটি। ৪৮০০ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হওয়ায় অভিযুক্ত করা হয়েছে এভারটনকে।
গত মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙার অভিযোগে এভারটনকে অভিযুক্ত করা হয়েছে। গত তিন বছরে এভারটনের ৩৭১.৮ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৪৭৮২ কোটি ২৭ লাখ টাকা) ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে এক স্বাধীন কমিশন। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ বলেছে, ‘প্রিমিয়ার লিগের নিয়ম ডব্লিউ.৮২. ১ অনুযায়ী, লিগের লাভজনক এবং স্থায়িত্বের নিয়ম লঙ্ঘন করেছে এভারটন ফুটবল ক্লাব। যে সময়ের মূল্যায়নের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, তা হলো ২০২১-২২ মৌসুমের শেষের দিকে।’ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কমপক্ষে গত তিন বছরে ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড (১৩৫০ কোটি ৫৬ লাখ টাকা) ক্ষতির পরিমাণ হলেও মেনে নেওয়া যেত।
ইংলিশ প্রিমিয়ার লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই এভারটন। ২৮ ম্যাচে ৬ জয়, ১৪ পরাজয় ও ৮ ড্রতে ২৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ইউনাইটেড।
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে