জুনে শুরু হচ্ছে ২০২৪ ইউরোর বাছাইপর্ব। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তাঁরা। দেশমের অধীনে দুজনে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন।
মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশম। একই কারণে নেই কেফরান থুরাম। আবারও দলে ডাক পেয়েছেন ওয়েসলি ফোফানা। এর আগে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েও মাঠে নামা হয়নি তাঁর। ছিটকে যান চোটের কারণে। নয়তো গত মার্চেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেত ফোফানার। চোটে পড়ায় পরে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এই ডিফেন্ডার।
ফ্রান্সের ২০২৪ ইউরো কোয়ালিফায়ারের জন্য দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমানে দেম্বেলে। আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা।
২০২৪ ইউরো বাছাইপর্বে এখনো হারেনি ফ্রান্স। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দেশমের দল। ১৬ জুন জিব্রাল্টারের বিপক্ষে খেলবে ফরাসিরা। আর ১৯ জুন ফ্রান্সের প্রতিপক্ষ গ্রিস।
২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:
গোলরক্ষক: আলফোনসো আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লাঁস)।
ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি (মোনাকো), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), ফার্লান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেনিয়ামিন পাভার (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), আদ্রে র্যাবিও (জুভেন্টাস), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), আঁতোয়া গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ার জিরু (এসি মিলান), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ), রান্দাল কোলো মুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), ক্রিস্টোফার এনকুকু (লাইপজিগ)।
জুনে শুরু হচ্ছে ২০২৪ ইউরোর বাছাইপর্ব। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তাঁরা। দেশমের অধীনে দুজনে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন।
মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশম। একই কারণে নেই কেফরান থুরাম। আবারও দলে ডাক পেয়েছেন ওয়েসলি ফোফানা। এর আগে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েও মাঠে নামা হয়নি তাঁর। ছিটকে যান চোটের কারণে। নয়তো গত মার্চেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেত ফোফানার। চোটে পড়ায় পরে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এই ডিফেন্ডার।
ফ্রান্সের ২০২৪ ইউরো কোয়ালিফায়ারের জন্য দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমানে দেম্বেলে। আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা।
২০২৪ ইউরো বাছাইপর্বে এখনো হারেনি ফ্রান্স। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দেশমের দল। ১৬ জুন জিব্রাল্টারের বিপক্ষে খেলবে ফরাসিরা। আর ১৯ জুন ফ্রান্সের প্রতিপক্ষ গ্রিস।
২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:
গোলরক্ষক: আলফোনসো আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লাঁস)।
ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি (মোনাকো), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), ফার্লান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেনিয়ামিন পাভার (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), আদ্রে র্যাবিও (জুভেন্টাস), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), আঁতোয়া গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ার জিরু (এসি মিলান), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ), রান্দাল কোলো মুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), ক্রিস্টোফার এনকুকু (লাইপজিগ)।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১০ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১২ ঘণ্টা আগে