ক্রীড়া ডেস্ক
তৃতীয় স্তরের ক্লাব লেইটন ওরিয়েন্ট। অথচ তাদের সঙ্গে জিততেই কি না ঘাম ঝরে গেল ম্যানচেস্টার সিটির। শুরুতে পিছিয়ে পড়লেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। পা রাখল এফএ কাপের শেষ ষোলো রাউন্ডে।
ব্রিসবেন রোডে ম্যাচের ১৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লেইটন। ডনলির দূরপাল্লার শট শুরুতে পোস্টে লাগে। কিন্তু সিটি গোলরক্ষক স্টিফেন ওরতেগা নিজের অবস্থানে থিতু হওয়ার আগেই, বল তার গায়ে লেগে আশ্রয় নেয় জালে।
বিরতির পর ৫৬ মিনিটে আব্দুকদির খুসানোভের গোলে সমতা ফেরায় সিটি। তবে গোলের পেছনের কৃতিত্বটি লুইসের। তার দ্রুতগতির শট খুসানোভের মাথায় লাগলে গতিপথ পরিবর্তন হয় বলের, কিন্তু জালে যায় ঠিকই। ৭৯ মিনিটে জ্যাক গ্রিলিশের পাস থেকে সিটিকে জয়সূচক গোল এনে দেন কেভিন ডি ব্রুইনা। শেষ দিকে সমতা প্রায় এনেই ফেলেছিল লেইটন, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি অধিনায়ক ড্যান হ্যাপ।
তৃতীয় স্তরের ক্লাব লেইটন ওরিয়েন্ট। অথচ তাদের সঙ্গে জিততেই কি না ঘাম ঝরে গেল ম্যানচেস্টার সিটির। শুরুতে পিছিয়ে পড়লেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। পা রাখল এফএ কাপের শেষ ষোলো রাউন্ডে।
ব্রিসবেন রোডে ম্যাচের ১৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লেইটন। ডনলির দূরপাল্লার শট শুরুতে পোস্টে লাগে। কিন্তু সিটি গোলরক্ষক স্টিফেন ওরতেগা নিজের অবস্থানে থিতু হওয়ার আগেই, বল তার গায়ে লেগে আশ্রয় নেয় জালে।
বিরতির পর ৫৬ মিনিটে আব্দুকদির খুসানোভের গোলে সমতা ফেরায় সিটি। তবে গোলের পেছনের কৃতিত্বটি লুইসের। তার দ্রুতগতির শট খুসানোভের মাথায় লাগলে গতিপথ পরিবর্তন হয় বলের, কিন্তু জালে যায় ঠিকই। ৭৯ মিনিটে জ্যাক গ্রিলিশের পাস থেকে সিটিকে জয়সূচক গোল এনে দেন কেভিন ডি ব্রুইনা। শেষ দিকে সমতা প্রায় এনেই ফেলেছিল লেইটন, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি অধিনায়ক ড্যান হ্যাপ।
নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। কিন্তু লক্ষ্য একটাই—দেশের জন্য ভালো কিছু করা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে এটি মিরাজের প্রথম সিরিজ। নেতৃত্বের দিক থেকে প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এটা তাঁকে খুব বেশি ভাবাচ্ছে না
৫ ঘণ্টা আগেশ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের ওয়ানডে পরিসংখ্যান বেশ দারুণ। ১৪ ইনিংসে শিকার করেছেন ২৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার—২৬টি।
৭ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড ছিল না জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো গেল না। তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের ছাড়াও জিম্বাবুয়েকে হারাতে কোনো সমস্যা হয়নি তাদের। বুলাওয়ে টেস্টে স্বাগতিকদের ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৯ ঘণ্টা আগেফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিয়েছে ইন্টার। দলের হতশ্রী পারফরম্যান্স দেখে খেপেছেন ইন্টার অধিনায়ক লাওতারো মার্তিনেজ।
১০ ঘণ্টা আগে