Ajker Patrika

পিছিয়ে পড়েও জিতল সিটি

ক্রীড়া ডেস্ক    
গোলের পর ডি ব্রুইনাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি : এক্স
গোলের পর ডি ব্রুইনাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি : এক্স

তৃতীয় স্তরের ক্লাব লেইটন ওরিয়েন্ট। অথচ তাদের সঙ্গে জিততেই কি না ঘাম ঝরে গেল ম্যানচেস্টার সিটির। শুরুতে পিছিয়ে পড়লেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। পা রাখল এফএ কাপের শেষ ষোলো রাউন্ডে।

ব্রিসবেন রোডে ম্যাচের ১৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লেইটন। ডনলির দূরপাল্লার শট শুরুতে পোস্টে লাগে। কিন্তু সিটি গোলরক্ষক স্টিফেন ওরতেগা নিজের অবস্থানে থিতু হওয়ার আগেই, বল তার গায়ে লেগে আশ্রয় নেয় জালে।

বিরতির পর ৫৬ মিনিটে আব্দুকদির খুসানোভের গোলে সমতা ফেরায় সিটি। তবে গোলের পেছনের কৃতিত্বটি লুইসের। তার দ্রুতগতির শট খুসানোভের মাথায় লাগলে গতিপথ পরিবর্তন হয় বলের, কিন্তু জালে যায় ঠিকই। ৭৯ মিনিটে জ্যাক গ্রিলিশের পাস থেকে সিটিকে জয়সূচক গোল এনে দেন কেভিন ডি ব্রুইনা। শেষ দিকে সমতা প্রায় এনেই ফেলেছিল লেইটন, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি অধিনায়ক ড্যান হ্যাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত