গ্রুপের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। ধরা হচ্ছে এটিই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি।
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচেও থাকল সেই ম্যাচের প্রভাব। সৌদি আরবের জয়ে যে উল্টেপাল্টে যেতে পারে বিশ্বকাপে আর্জেন্টিনার মতো ফেবারিটের হিসাব। তবে সেই আসায় গুঁড়েবালি। অনেকটা সমানে সমান লড়াইয়ে ড্রয়ের পথে এগোচ্ছে দুই দেশ।
বিশ্বকাপে গোল করার স্বপ্নে বিভোর পোলিশ অধিনায়ক ও স্ট্রাইকার লেভানডফস্কির তেমন কোনো প্রভাবই দেখা গেল না।
একাধিক সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু শেষ পর্যন্ত গোলপোস্টে জড়ায়নি বল। সে হিসেবে দুই দলের লড়াই ছিল দুই গোলকিপারেরও। ব্রাজিল বিশ্বকাপের একাধিক পেনাল্টি ঠেকিয়ে চমক দেখান ওচোয়া এবং পোল্যান্ডের জুভেন্টাসের গোলরক্ষক সেজেনেসি। দুজনই নিজেদের সেরাটা দিয়েই লড়েছেন। পোলিশ রক্ষণে বারবার আঘাত হেনেছেন ম্যাক্সিকান দুই হারভিং লোজানো ও হেক্টর হেরেরা। তবে সেজেনেসির দেওয়াল ভাঙতে পারেননি। প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় পোল্যান্ড-মেক্সিকো।
দ্বিতীয়ার্ধেও সুযোগ পেয়েছিল মেক্সিকোই। ৫২ মিনিটে বাম প্রান্ত থেকে পোলিশ দুই ডিফেন্ডারকে অতিক্রম করে বক্সে ঢুকে শট নিয়েছিল হারভিং লোজানো। কিন্তু সেজেনেসিকে অতিক্রম করতে পারেনি। তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি এসেছে দ্বিতীয়ার্ধেই। ৫৬ মিনিটে মেক্সিকোর বক্সে লেভানডফস্কিকে টেনে ধরায় পেনাল্টি পায় পোল্যান্ড। গোলপোস্টের নিচে যখন পেনাল্টি ঠেকাতে ওস্তাদ গিয়ের্মো ওচোয়া, তখন তা নিয়ে যে সন্দেহ থাকে সবার, সে কথাই প্রমাণ করলেন লেভানডফস্কি। আর লেওয়ার পেনাল্টি ঠেকিয়ে আবারও মেক্সিকান নায়ক বনে গেলেন ওচোয়া।
গোল মিসের পর আরও মরিয়া হয়ে উঠেছিল পোলিশরা। কিন্তু সতর্ক প্রতি আক্রমণে বারবারই পোল্যান্ডের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছে ত্রিরঙ্গা মেক্সিকো। শেষ বাঁশি বাজার পর গোলশূন্য ড্রই দেখতে হয়েছে আবারও। ড্রয়ে সি গ্রুপ জমে উঠল প্রথম রাউন্ডেই।
গ্রুপের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। ধরা হচ্ছে এটিই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি।
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচেও থাকল সেই ম্যাচের প্রভাব। সৌদি আরবের জয়ে যে উল্টেপাল্টে যেতে পারে বিশ্বকাপে আর্জেন্টিনার মতো ফেবারিটের হিসাব। তবে সেই আসায় গুঁড়েবালি। অনেকটা সমানে সমান লড়াইয়ে ড্রয়ের পথে এগোচ্ছে দুই দেশ।
বিশ্বকাপে গোল করার স্বপ্নে বিভোর পোলিশ অধিনায়ক ও স্ট্রাইকার লেভানডফস্কির তেমন কোনো প্রভাবই দেখা গেল না।
একাধিক সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু শেষ পর্যন্ত গোলপোস্টে জড়ায়নি বল। সে হিসেবে দুই দলের লড়াই ছিল দুই গোলকিপারেরও। ব্রাজিল বিশ্বকাপের একাধিক পেনাল্টি ঠেকিয়ে চমক দেখান ওচোয়া এবং পোল্যান্ডের জুভেন্টাসের গোলরক্ষক সেজেনেসি। দুজনই নিজেদের সেরাটা দিয়েই লড়েছেন। পোলিশ রক্ষণে বারবার আঘাত হেনেছেন ম্যাক্সিকান দুই হারভিং লোজানো ও হেক্টর হেরেরা। তবে সেজেনেসির দেওয়াল ভাঙতে পারেননি। প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় পোল্যান্ড-মেক্সিকো।
দ্বিতীয়ার্ধেও সুযোগ পেয়েছিল মেক্সিকোই। ৫২ মিনিটে বাম প্রান্ত থেকে পোলিশ দুই ডিফেন্ডারকে অতিক্রম করে বক্সে ঢুকে শট নিয়েছিল হারভিং লোজানো। কিন্তু সেজেনেসিকে অতিক্রম করতে পারেনি। তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি এসেছে দ্বিতীয়ার্ধেই। ৫৬ মিনিটে মেক্সিকোর বক্সে লেভানডফস্কিকে টেনে ধরায় পেনাল্টি পায় পোল্যান্ড। গোলপোস্টের নিচে যখন পেনাল্টি ঠেকাতে ওস্তাদ গিয়ের্মো ওচোয়া, তখন তা নিয়ে যে সন্দেহ থাকে সবার, সে কথাই প্রমাণ করলেন লেভানডফস্কি। আর লেওয়ার পেনাল্টি ঠেকিয়ে আবারও মেক্সিকান নায়ক বনে গেলেন ওচোয়া।
গোল মিসের পর আরও মরিয়া হয়ে উঠেছিল পোলিশরা। কিন্তু সতর্ক প্রতি আক্রমণে বারবারই পোল্যান্ডের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছে ত্রিরঙ্গা মেক্সিকো। শেষ বাঁশি বাজার পর গোলশূন্য ড্রই দেখতে হয়েছে আবারও। ড্রয়ে সি গ্রুপ জমে উঠল প্রথম রাউন্ডেই।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে