Ajker Patrika

রোনালদোর সঙ্গে স্মৃতিচারণায় কাঁদলেন ব্রাজিল তারকা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৩: ৪৫
রোনালদোর সঙ্গে স্মৃতিচারণায় কাঁদলেন ব্রাজিল তারকা

প্রত্যেক খেলোয়াড়েরই কেউ না কেউ আদর্শ থাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের আদর্শ হচ্ছেন রোনালদো। সোমবার ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রিচার্লিসন। কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন রিচার্লিসন।

সোমবার ৯৭৪ স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে পৌঁছায় ব্রাজিল। এই ম্যাচে একটি গোল করেছিলেন রিচার্লিসন। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখন দুজনে নানারকম খুনসুটিতে মেতেছিলেন। রোনালদো বলেন, ‘আমি যা করেছি, তোমাকে অনুপ্রারিত করতে, এখন তোমার পালা। তুমি লক্ষ লক্ষ ব্রাজিলিয়ানকে অনুপ্রাণিত করছো। তুমি আমাদের গর্বের উৎস। আমরা তোমার পাশে আছি।’

রোনালদোর সঙ্গে কথা বলতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছিলেন রিচার্লিসন। ক্যামেরার দিকে তাকিয়ে রিচার্লিসন বলেন, ‘তার (রোনালদো) সঙ্গে দেখা করে আমি খুবই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। কারণ সে আমার আদর্শ। সে আমার শৈশবকালের অনুপ্রেরণা।’

ব্রাজিলের জার্সিতে রিচার্লিসন ৪১ ম্যাচ খেলে করেন ২০ গোল। অ্যাসিস্ট করেন ৮ গোলে। এবারের বিশ্বকাপে রিচার্লিসন করেন ৩ গোল। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে ৯৯ ম্যাচে ৬২ গোল করেন রোনালদো। বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৫ গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত