Ajker Patrika

মেসিদের বিপক্ষে আবারও ফাইনাল খেলতে চায় ফ্রান্স 

মেসিদের বিপক্ষে আবারও ফাইনাল খেলতে চায় ফ্রান্স 

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষ হয়েছে ছয়দিন আগে। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ পেয়েছে। লিওনেল মেসি পরম আরাধ্য শিরোপার দেখাও পেয়েছেন। তবে ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা তা মানতেই চাইছেন না। বরং এই ফাইনাল ম্যাচ আবার মাঠে গড়ানোর দাবি জানিয়েছেন ফরাসিরা।

লুসাইলে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে গিয়েছিল। এরপর ৯০ মিনিটে ২-২ এবং ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফ্রান্স সমর্থকদের দাবি, রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে। ফাইনাল ম্যাচ পুনরায় হওয়ার জন্য এরই মধ্যে ২ লাখের অধিক ফরাসি অনলাইনে পিটিশন দায়ের করেছেন। পিটিশনে দাবি করা হয়েছে, ‘রেফারি বিক্রি হয়ে গেছেন। ‘এমনকি ম্যাচের ২৩ মিনিটের সময় মেসি যে পেনাল্টি নিয়েছেন, সেটা নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে। তাদের মতে, আনহেল দি মারিয়াকে ডি বক্সে উসমান দেম্বেলে গুরুতর ফাউল করেননি। 

কাতার বিশ্বকাপসহ এখন পর্যন্ত ২২ বার হয়েছে ফুটবল বিশ্বকাপ। সর্বোচ্চ ৫ বার জিতেছে ব্রাজিল,৪টি করে শিরোপা জিতেছে জার্মানি ও ইতালি। ৩টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, দুইবার করে জিতেছে উরুগুয়ে ও ফ্রান্স। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও স্পেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত