ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’
প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’
ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’
প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে