ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’
প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’
ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’
প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে