Ajker Patrika

ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস-বাসায় হঠাৎ পুলিশ কেন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৭: ০৬
ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস-বাসায় পুলিশের তল্লাশি। ছবি: সংগৃহীত
ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস-বাসায় পুলিশের তল্লাশি। ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এমন ঘটনায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন বলে ব্রাজিলের গণমাধ্যমে দাবি করা হয়েছে। তাঁর বাসা ও অফিসে পর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়েছে।

২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নামা ব্রাজিলের পুলিশ এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ব্ল্যাক বক্স’। সিবিএফ সভাপতি সামিরসহ হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল তো আছেনই। পাশাপাশি আরও ৬ ব্যক্তি পুলিশের এমন অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তরের সঙ্গে সাউদের বাসায়ও গতকাল স্থানীয় সময় সকালে অভিযান চালিয়েছে পুলিশ।

সদর দপ্তরে তল্লাশির কথা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সিবিএফ বলেছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসে জানিয়েছে, এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’ সিবিএফ অবশ্য এটাও দাবি করছে, এই অভিযানের সঙ্গে ফেডারেশন ও ব্রাজিলের ফুটবলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন বলে জানিয়েছে সিবিএফ।

রোরাইমা ও রিও ডি জেনিরোয় সব মিলিয়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করে পুলিশ। এই তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের থেকে ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল জব্দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী আদালতের পক্ষ থেকে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ২২ কোটি টাকা। এ ব্যাপারে সামির সাউদ, রেইনালদো লিমা ও হেলেনা লিমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’ গ্লোবো।

রোরাইমা পৌরসভা নির্বাচনে গত বছর ভোট কেনার অভিযোগের প্রেক্ষিতেই মূলত চলছে ব্রাজিল পুলিশের তদন্ত। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু। তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ (১ কোটি ১০ লাখ টাকা) গ্রেপ্তার হয়েছিলেন।হেলেনা লিমার সহযোগী ছিলেন সামির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত