ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এমন ঘটনায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন বলে ব্রাজিলের গণমাধ্যমে দাবি করা হয়েছে। তাঁর বাসা ও অফিসে পর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়েছে।
২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নামা ব্রাজিলের পুলিশ এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ব্ল্যাক বক্স’। সিবিএফ সভাপতি সামিরসহ হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল তো আছেনই। পাশাপাশি আরও ৬ ব্যক্তি পুলিশের এমন অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তরের সঙ্গে সাউদের বাসায়ও গতকাল স্থানীয় সময় সকালে অভিযান চালিয়েছে পুলিশ।
সদর দপ্তরে তল্লাশির কথা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সিবিএফ বলেছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসে জানিয়েছে, এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’ সিবিএফ অবশ্য এটাও দাবি করছে, এই অভিযানের সঙ্গে ফেডারেশন ও ব্রাজিলের ফুটবলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন বলে জানিয়েছে সিবিএফ।
রোরাইমা ও রিও ডি জেনিরোয় সব মিলিয়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করে পুলিশ। এই তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের থেকে ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল জব্দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী আদালতের পক্ষ থেকে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ২২ কোটি টাকা। এ ব্যাপারে সামির সাউদ, রেইনালদো লিমা ও হেলেনা লিমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’ গ্লোবো।
রোরাইমা পৌরসভা নির্বাচনে গত বছর ভোট কেনার অভিযোগের প্রেক্ষিতেই মূলত চলছে ব্রাজিল পুলিশের তদন্ত। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু। তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ (১ কোটি ১০ লাখ টাকা) গ্রেপ্তার হয়েছিলেন।হেলেনা লিমার সহযোগী ছিলেন সামির।
ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এমন ঘটনায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন বলে ব্রাজিলের গণমাধ্যমে দাবি করা হয়েছে। তাঁর বাসা ও অফিসে পর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়েছে।
২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নামা ব্রাজিলের পুলিশ এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ব্ল্যাক বক্স’। সিবিএফ সভাপতি সামিরসহ হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল তো আছেনই। পাশাপাশি আরও ৬ ব্যক্তি পুলিশের এমন অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তরের সঙ্গে সাউদের বাসায়ও গতকাল স্থানীয় সময় সকালে অভিযান চালিয়েছে পুলিশ।
সদর দপ্তরে তল্লাশির কথা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সিবিএফ বলেছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসে জানিয়েছে, এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’ সিবিএফ অবশ্য এটাও দাবি করছে, এই অভিযানের সঙ্গে ফেডারেশন ও ব্রাজিলের ফুটবলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন বলে জানিয়েছে সিবিএফ।
রোরাইমা ও রিও ডি জেনিরোয় সব মিলিয়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করে পুলিশ। এই তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের থেকে ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল জব্দের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী আদালতের পক্ষ থেকে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ২২ কোটি টাকা। এ ব্যাপারে সামির সাউদ, রেইনালদো লিমা ও হেলেনা লিমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’ গ্লোবো।
রোরাইমা পৌরসভা নির্বাচনে গত বছর ভোট কেনার অভিযোগের প্রেক্ষিতেই মূলত চলছে ব্রাজিল পুলিশের তদন্ত। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু। তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ (১ কোটি ১০ লাখ টাকা) গ্রেপ্তার হয়েছিলেন।হেলেনা লিমার সহযোগী ছিলেন সামির।
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৪ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৪ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৫ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৫ ঘণ্টা আগে