Ajker Patrika

রোনালদোকে ছাড়া শেষ ম্যাচে সান্ত্বনার জয় আল নাসরের

আপডেট : ০১ জুন ২০২৩, ১১: ০১
রোনালদোকে ছাড়া শেষ ম্যাচে সান্ত্বনার জয় আল নাসরের

আগেই নিশ্চিত হয়েছিল এবারের মৌসুম শিরোপা ছাড়াই কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তাই বলে আল নাসরের হয়ে শেষ ম্যাচও খেলতে পারবেন না, এমনটা হয়তো কখনো ভাবেননি তিনি। চোট অবশ্য বলে-কয়ে আসে না।

গতকাল পেশির চোটে দলের শেষ ম্যাচে জয়ের সাক্ষী হতে পারেননি রোনালদো। তাঁকে ছাড়া ৩-০ গোলে আল ফাতেহকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শেষ করেছে আল নাসর। সৌদি ক্লাবের নিয়মিত নায়ক তালিসকা গতকালও জাদু দেখিয়েছেন। ম্যাচ শুরুর ৪ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি।

বিরতির পর ৬৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তালিসকা। আল ফাতেহর জালে শেষ গোলটি করেন মোহাম্মদ মারান। সৌদি ফরোয়ার্ড ৭২ মিনিটে গোলটি করেন জোড়া গোল করা ব্রাজিলিয়ান তারকার পাস থেকে। পরে আর কোনো গোল না হলে শেষ ম্যাচে সান্ত্বনার বড় জয় পায় আল নাসর।

গতকাল চোটের কারণে ম্যাচ খেলতে না পারলেও সুখবর পেয়েছেন রোনালদো। জাতীয় দলের নতুন কোচ রবার্তো মার্তিনেজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। ইউরোর বাছাইপর্বের ম্যাচে খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। আল নাসরের হয়ে প্রথম মৌসুমে লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত