লিওনেল মেসির চোটের পর থেকেই জয় পাওয়া ভুলে গেছে ইন্টার মায়ামি। সর্বশেষ চার ম্যাচে জয়হীন দলটি। জয়ে ফিরতে তাই দলের সেরা ফুটবলারকে ফিরে পেতে মরিয়া তারা।
আগামীকাল ভোরে কলোরাডোর বিপক্ষে যেকোনো উপায়েই মেসিকে মাঠে নামাতে চায় মায়ামি। দলটির সহকারী কোচ জাভি মোরালেসের কথায় তেমনই ইঙ্গিত। ঘরের মাঠের ম্যাচটি সামনে রেখে আর্জেন্টাইন অধিনায়কর চোটের বিষয়ে আপডেট জানাতে গিয়ে মোরালেস বলেছেন, ‘আজ আমরা দেখব অনুশীলনে সে কেমন অনুভব করছে। যদি সে ভালো অনুভব করে, তাহলে টাটা (জেরার্দো মার্তিনেজ) নিশ্চিতভাবেই তাকে ১০, ১৫ কিংবা ৪৫ মিনিটের জন্য হলেও মাঠে নামাবে। তাকে ফিরে পাওয়াটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।’
দিনে দিনে হ্যামস্ট্রিংয়ের চোটের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মোরালেস। তিনি বলেছেন, ‘সে দিনে দিনে উন্নতি করছে। সে ভালো অনুভব করছে। সে গ্রুপের সঙ্গে অনুশীলন করছে। আমরা আজকের অনুশীলনে দেখব সে কেমন অনুভব করে, তারপর সিদ্ধান্ত নেব।’
গত ১৩ মার্চ ন্যাশভিলের বিপক্ষে চোট পান মেসি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। ম্যাচের দিন গ্যালারিই তাঁর ঠিকানা। সেই ঠিকানা থেকেই সবশেষ ম্যাচে সতীর্থদের হার দেখেছেন মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ঘরের মাঠে তাঁর দল এগিয়ে গিয়ে শেষে ২-১ গোলে হেরেছে। ম্যাচে থাকলে হয়তো এমনটা দেখতে হতো না তাঁকে। আটবারের ব্যালন ডি অর বিজয়ীকে মায়ামিও চায় না গ্যালারিতে দেখতে। তাই তো দলের অধিনায়কের ফেরা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছে। ক্যাপশন লিখেছে, ‘সে ফিরছে’।
লিওনেল মেসির চোটের পর থেকেই জয় পাওয়া ভুলে গেছে ইন্টার মায়ামি। সর্বশেষ চার ম্যাচে জয়হীন দলটি। জয়ে ফিরতে তাই দলের সেরা ফুটবলারকে ফিরে পেতে মরিয়া তারা।
আগামীকাল ভোরে কলোরাডোর বিপক্ষে যেকোনো উপায়েই মেসিকে মাঠে নামাতে চায় মায়ামি। দলটির সহকারী কোচ জাভি মোরালেসের কথায় তেমনই ইঙ্গিত। ঘরের মাঠের ম্যাচটি সামনে রেখে আর্জেন্টাইন অধিনায়কর চোটের বিষয়ে আপডেট জানাতে গিয়ে মোরালেস বলেছেন, ‘আজ আমরা দেখব অনুশীলনে সে কেমন অনুভব করছে। যদি সে ভালো অনুভব করে, তাহলে টাটা (জেরার্দো মার্তিনেজ) নিশ্চিতভাবেই তাকে ১০, ১৫ কিংবা ৪৫ মিনিটের জন্য হলেও মাঠে নামাবে। তাকে ফিরে পাওয়াটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।’
দিনে দিনে হ্যামস্ট্রিংয়ের চোটের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মোরালেস। তিনি বলেছেন, ‘সে দিনে দিনে উন্নতি করছে। সে ভালো অনুভব করছে। সে গ্রুপের সঙ্গে অনুশীলন করছে। আমরা আজকের অনুশীলনে দেখব সে কেমন অনুভব করে, তারপর সিদ্ধান্ত নেব।’
গত ১৩ মার্চ ন্যাশভিলের বিপক্ষে চোট পান মেসি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। ম্যাচের দিন গ্যালারিই তাঁর ঠিকানা। সেই ঠিকানা থেকেই সবশেষ ম্যাচে সতীর্থদের হার দেখেছেন মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ঘরের মাঠে তাঁর দল এগিয়ে গিয়ে শেষে ২-১ গোলে হেরেছে। ম্যাচে থাকলে হয়তো এমনটা দেখতে হতো না তাঁকে। আটবারের ব্যালন ডি অর বিজয়ীকে মায়ামিও চায় না গ্যালারিতে দেখতে। তাই তো দলের অধিনায়কের ফেরা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছে। ক্যাপশন লিখেছে, ‘সে ফিরছে’।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে