ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।
আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে