Ajker Patrika

মেসির দেহরক্ষী নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক    
নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। ছবি: এএফপি
নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। ছবি: এএফপি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আটলাসের বিপক্ষে ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে হঠাৎ মাঠে ঢুকে পড়েন চুকো। পরিস্থিতি সামলাতে গিয়ে আটলাসের কয়েকজন খেলোয়াড়ের সংস্পর্শে আসেন তিনি। তাদের সরিয়ে দেন চুকো।

শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, ঘটনার পর তদন্ত শেষে চুকোকে সব টেকনিক্যাল এলাকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামিকে জরিমানা করা হয়েছে। লিগস কাপের নিয়ম অনুযায়ী অনুমোদিত নিরাপত্তাকর্মীরাই শুধু মাঠে প্রবেশ করতে পারবে।

এর আগেও মেজর লিগ সকারের ম্যাচে সাইডলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল চুকোর। যদিও তিনি ইন্টার মায়ামির নিরাপত্তা দলের সদস্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত