কয়েক ঘণ্টা পর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুই হবে কিনা ফিক্সিং করে, যেখানে উদ্বোধনী ম্যাচ পাতানোর জন্য খরচ হয়েছে ৭৬ কোটি টাকা।
উদ্বোধনী ম্যাচ পাতানো নিয়ে অভিযোগ তুলেছেন কৌশলী রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বাহা। তাঁর ভাষ্যমতে, প্রথম ম্যাচ ইকুয়েডর ১-০ গোলে কাতারের কাছে হেরে যাবে। যেখানে প্রথমার্ধ হবে গোলশূন্য। টুইটারে তাহা লিখেছেন, ‘ইকুয়েডরের আট ফুটবলারকে এরই মধ্যে ৭.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৬ কোটি ২০ লাখ টাকা) ঘুষ দিয়েছে কাতার। ম্যাচটিতে ইকুয়েডর ১-০ গোলে হারবে। আর একমাত্র গোলটি হবে দ্বিতীয়ার্ধে। কাতারের পাঁচজন এবং ইকুয়েডরের বেশ কয়েকজন এ খবর নিশ্চিত করেছেন। আমরা চাই খবরটি যেন মিথ্যা হয়। ফিফার দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববাসীর প্রতিবাদ করা উচিত।’
কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক অবশ্য অনেক দিন ধরেই। যেদিন থেকে আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই বিতর্ক ডালপালা মেলা শুরু করেছে। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ শুরু হলেও এবারের বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। যে কারণে অনেকে কাতার বিশ্বকাপকে ‘শীতকালীন বিশ্বকাপ’ বলছেন। তাছাড়া বিশ্বকাপের আটটি স্টেডিয়াম তৈরি করতে গিয়ে প্রবাসী সাড়ে ৬ হাজার শ্রমিকের মৃত্যু, শ্রমিকদের মানবাধিকার ইস্যু, সমকামিতা, শেষ মুহূর্তে এসে বিয়ার নিষিদ্ধসহ আরও অনেক ঘটনায় এবারের টুর্নামেন্ট ঘিরে চলছে অনেক সমালোচনা।
আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
কয়েক ঘণ্টা পর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুই হবে কিনা ফিক্সিং করে, যেখানে উদ্বোধনী ম্যাচ পাতানোর জন্য খরচ হয়েছে ৭৬ কোটি টাকা।
উদ্বোধনী ম্যাচ পাতানো নিয়ে অভিযোগ তুলেছেন কৌশলী রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বাহা। তাঁর ভাষ্যমতে, প্রথম ম্যাচ ইকুয়েডর ১-০ গোলে কাতারের কাছে হেরে যাবে। যেখানে প্রথমার্ধ হবে গোলশূন্য। টুইটারে তাহা লিখেছেন, ‘ইকুয়েডরের আট ফুটবলারকে এরই মধ্যে ৭.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৬ কোটি ২০ লাখ টাকা) ঘুষ দিয়েছে কাতার। ম্যাচটিতে ইকুয়েডর ১-০ গোলে হারবে। আর একমাত্র গোলটি হবে দ্বিতীয়ার্ধে। কাতারের পাঁচজন এবং ইকুয়েডরের বেশ কয়েকজন এ খবর নিশ্চিত করেছেন। আমরা চাই খবরটি যেন মিথ্যা হয়। ফিফার দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববাসীর প্রতিবাদ করা উচিত।’
কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক অবশ্য অনেক দিন ধরেই। যেদিন থেকে আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই বিতর্ক ডালপালা মেলা শুরু করেছে। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ শুরু হলেও এবারের বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। যে কারণে অনেকে কাতার বিশ্বকাপকে ‘শীতকালীন বিশ্বকাপ’ বলছেন। তাছাড়া বিশ্বকাপের আটটি স্টেডিয়াম তৈরি করতে গিয়ে প্রবাসী সাড়ে ৬ হাজার শ্রমিকের মৃত্যু, শ্রমিকদের মানবাধিকার ইস্যু, সমকামিতা, শেষ মুহূর্তে এসে বিয়ার নিষিদ্ধসহ আরও অনেক ঘটনায় এবারের টুর্নামেন্ট ঘিরে চলছে অনেক সমালোচনা।
আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে