বিশ্বকাপের শেষ ষোলোর পর্বই এখনো শেষ হয়নি। অথচ এখনই আলোচনা শুরু হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের সেমিফাইনাল নিয়ে। অবশ্য বিশ্বকাপ সূচি প্রকাশের পর থেকেই এমন আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। আর গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের জয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
দুই দলের সেমিফাইনাল নিয়ে আলোচনাটা এখন সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই, ব্রাজিল দলেও ছড়িয়েছে। গতকাল যেমন ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের উত্তরও দিতে হয়েছে দানি আলভেসকে। তবে ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডার জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তাঁরা।
আলভেস বলেছেন, ‘আমরা সেমিফাইনাল নিয়ে চিন্তা করতে পারি না। কারণ আমরা কোয়ার্টার ফাইনালে আছি। ক্রোয়েশিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের কোয়ার্টার ফাইনালে মনোযোগ দিতে হবে। ক্রোয়েশিয়ার অনেক যোগ্যতাসম্পন্ন ফুটবলার আছে এবং আমাদের কাছে তারা ১১০ ভাগ মনোযোগ আশা রাখে।’
আর সাবেক সতীর্থ লিওনেল মেসি সম্পর্কে আলভেস বলেছেন, ‘সবকিছু মেসির থেকেই ঘটছে। তার পায়েই সবকিছু ঘটছে। আমার মনে হয়, সে খুনে ফর্মে আছে। নিঃসন্দেহে সে এই টুর্নামেন্টের বিবেচনায় অন্যতম সেরা একজন ফুটবলার।’
আজ পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। মাঝে দুই দিন বিরতির পর ৯ ডিসেম্বর শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। আর প্রথম দিনেই নিজেদের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর ‘ব্যাটল অব দ্য আমেরিকাস’ সেমিফাইনাল হওয়ার জন্য নিজ নিজ কোয়ার্টার ফাইনালে জিততে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তবেই ১৫ ডিসেম্বরের সেমিফাইনালে মেসিদের সঙ্গে আলভেসদের দেখা হবে। অন্যথায় কোনো এক দল হেরে গেলেই স্বপ্নের সেমিফাইনাল মাটি হয়ে যাবে। কোয়ার্টারের প্রথম ম্যাচে রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এবং রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের শেষ ষোলোর পর্বই এখনো শেষ হয়নি। অথচ এখনই আলোচনা শুরু হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের সেমিফাইনাল নিয়ে। অবশ্য বিশ্বকাপ সূচি প্রকাশের পর থেকেই এমন আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। আর গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের জয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
দুই দলের সেমিফাইনাল নিয়ে আলোচনাটা এখন সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই, ব্রাজিল দলেও ছড়িয়েছে। গতকাল যেমন ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের উত্তরও দিতে হয়েছে দানি আলভেসকে। তবে ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডার জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তাঁরা।
আলভেস বলেছেন, ‘আমরা সেমিফাইনাল নিয়ে চিন্তা করতে পারি না। কারণ আমরা কোয়ার্টার ফাইনালে আছি। ক্রোয়েশিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের কোয়ার্টার ফাইনালে মনোযোগ দিতে হবে। ক্রোয়েশিয়ার অনেক যোগ্যতাসম্পন্ন ফুটবলার আছে এবং আমাদের কাছে তারা ১১০ ভাগ মনোযোগ আশা রাখে।’
আর সাবেক সতীর্থ লিওনেল মেসি সম্পর্কে আলভেস বলেছেন, ‘সবকিছু মেসির থেকেই ঘটছে। তার পায়েই সবকিছু ঘটছে। আমার মনে হয়, সে খুনে ফর্মে আছে। নিঃসন্দেহে সে এই টুর্নামেন্টের বিবেচনায় অন্যতম সেরা একজন ফুটবলার।’
আজ পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। মাঝে দুই দিন বিরতির পর ৯ ডিসেম্বর শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। আর প্রথম দিনেই নিজেদের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর ‘ব্যাটল অব দ্য আমেরিকাস’ সেমিফাইনাল হওয়ার জন্য নিজ নিজ কোয়ার্টার ফাইনালে জিততে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তবেই ১৫ ডিসেম্বরের সেমিফাইনালে মেসিদের সঙ্গে আলভেসদের দেখা হবে। অন্যথায় কোনো এক দল হেরে গেলেই স্বপ্নের সেমিফাইনাল মাটি হয়ে যাবে। কোয়ার্টারের প্রথম ম্যাচে রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এবং রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে