Ajker Patrika

বাংলাদেশ দল থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ায় সমর্থকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯: ২৪
বাংলাদেশ দলের ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে দলে না রাখায় হচ্ছে বিতর্ক। ফাইল ছবি
বাংলাদেশ দলের ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে দলে না রাখায় হচ্ছে বিতর্ক। ফাইল ছবি

বাংলাদেশ দলের ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম কি ‘সিন্ডিকেটে’র শিকার হয়ে সৌদি আরব থেকেই ইতালিতে ফিরে গেলেন? কতিপয় ক্লাবের ফুটবলারদের সুযোগ দিতেই বাদ দেওয়া হয়েছে ফাহামিদুলকে? এরকম একটা আলোচনা সাপোর্টারদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাঁকে ফেরাতে সমর্থকেরা কর্মসূচিও ঘোষণা করেছেন। এমনকি সাবেক ফুটবলাররাও এটিকে ভালো মনে করছেন না।

প্রাথমিক দলে ফাহামিদুলের থাকাটাই বেশ চমকজাগানিয়া ছিল। ফুটেজ দেখে কোচ হাভিয়ের কাবরেরাই বাছাই করেছিলেন তাঁকে। ১৮ বছর বয়সী এই ফুটবলার সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন গত ১১ মার্চ। এক সপ্তাহের অনুশীলনে তাঁকে নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কাবরেরা। তাই ইতালি চলে যাওয়া ফাহামিদুল জায়গা পাচ্ছেন না ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে। প্রাথমিক স্কোয়াড ঘোষণার দিন ফাহামিদুলের প্রশংসা করেছিলেন কাবরেরা। এখন তিনিই বলছেন ফাহামিদুলের আরও সময় প্রয়োজন। ফাহিদুলকে ম্যাচ খেলানোর আস্থা নাকি পাননি কোচ। তাঁকে একটি প্রস্তুতি ম্যাচে লেফট উইংয়ে খেলানো হয়েছে। রাইট উইংয়েও খেলেছেন। সব মিলিয়ে খুব একটা সন্তুষ্ট নাকি হতে পারেননি কোচ। অথচ ফাহামিদুল গোল পেয়েছেন সৌদিতে প্রস্তুতি ম্যাচে, তথ্যটা জানিয়েছেন সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য।

সৌদিতে দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ফাহামিদুলকে বাদ দেওয়ায় উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। ফাহামিদুলকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ বিকেলে বাফুফের সামনে ভক্ত-সমর্থকেরা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। সেখানে বাফুফেকে বাংলাদেশ দল থেকে ‘সিন্ডিকেট হটানো’র দাবি তোলেন তাঁরা। পরে তাঁরা টিম হোটেলও ঘেরাও করেন।

বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা বিষয়টির ব্যাখ্যায় আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তাঁর জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তাঁর আরও সময় লাগবে। যে কারণে সে ইতালি ফিরে গেছে।’

সাবেক কোচ গোলাম সারওয়ার টিপু বিষয়টি নিয়ে বিকেলে আজকের পত্রিকাকে বলেছেন, ‘হামজাকে পাওয়াতে তার মনে হয়েছে যে দরকার ছিল, সেটা পূরণ হয়ে গেছে। এটা নিয়ে মন্তব্য করতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত