ক্রীড়া ডেস্ক
এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:
এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে